বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১৬/৬ (ওভার-১৬৮.২) (তামিম ইকবাল ৯০, সাইফ হাসান ০, নাজমুল হাসান শান্ত ১৬৩, মুমিনুল হক ১২৭, লিটন দাস ৫০, মেহেদী হাসান ৩,মুশফিকুর রহিম ৫৫*, তাইজুল ০*)
তৃতীয় দিনের শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর ও লিটন। ১২১ বল খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। লিটন দাস হাফ সেঞ্চুরি পেয়েছেন ৬৬ বল খেলে। তবে ৫০ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস। তারপর মেহেদী হাসান ১৫ বল খেলে ৩ রান করে একই পথ ধরেন।
- Get Business & Edu Tips daily
মাঠে আছেন মুশফিকুর ৫৫* এবং তাইজুল ০*
এর আগে আলোকস্বল্পতার কারণে গতকাল টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে পাল্লেকেলে তে ভেস্তে গেছে প্রায় ৩০ ওভার।
তারপরও বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান তুলতে সক্ষম হয়। মূলত শান্তর ১৬৩, মুমিনুলের ১২৭ এবং তামিমের ৯০ রানের ওপর ভর করে বড় সংগ্রহ করে টাইগাররা। ২য় দিন শেষে মুশফিকুর ৪৩ ও লিটন ২৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com