ভারতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এবং কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ার কারনে স্থগিত করা হয়েছিলআইপিএল এর এবারের আসর।
অবশেষে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই টুর্নামেন্টের বাকি অংশ মাঠে গড়ানোর জন্য প্রস্তুতি শুরু করেছে।
আরব আমিরাতে আবারও শুরু হতে পারে আইপিএলের এবারের আসরের বাকি অংশ। আগামী ১৮-১৯ সেপ্টেম্বর শুরু হতে পারে বলে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড আশা করছে তিন সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের বাকি অংশ শেষ করতে পারবে। আইপিএলের ৩১ টি ম্যাচ এখনও বাকি রয়েছে ।
বিরাট কোহলিদের ইংল্যান্ড সফর আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। এর পর দিনই আরব আমিরাতে উদ্দেশ্যে উড়ে যাবেন ভারতের ক্রিকেটাররা। তারপর একই বিশেষ বিমানে আরব আমিরাতে রওনা দেয়ার কথা রয়েছে আইপিএল খেলা ইংল্যান্ডের ক্রিকেটারদের।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com