করোনা মহামারীর মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম আসর অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবারে ২০২১ সালের আইপিএল এর ১৪ তম আসর ভারতে আয়োজন করতে চায় বিসিসিআই। আগামী ১১ এপ্রিল থেকে আইপিএলের ১৪ তম আসর আয়োজন করার প্রস্তুতি নিতে চায় বিসিসিআই।
ভারতীয় গনমাধ্যমগুলো এমন খবরই প্রকাশ করছে। আসছে ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। তারপরই আইপিএল আয়োজন করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ড সিরিজের পর ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ দিতে চায় ক্রিকেট বোর্ড। তাই এখনো আইপিএলের চূড়ান্ত তারিখ ঘোষণা করে নি বিসিসিআই। তবে ধারণা করা হচ্ছে ১১ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএলেরভ ১৪ তম আসর। বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইম অফ ইন্ডিয়া কে এমনটাই জানিয়েছেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে।
ট্যাগঃ আইপিএল খেলা , আইপিএল খেলার খবর , আইপিএল 2021 সময়সূচী , আইপিএল লাইভ স্কোর
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com