রিয়াল মাদ্রিদ

নতুুন মৌসুম শুরুর আগেই খেলোয়াড় সাইনিংয়ে একের পর এক চমক দিচ্ছে রিয়াল মাদ্রিদ!

আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে লা লিগার ২০২২/২০২৩ মৌসুম। তাই নতুন মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের দল গোছাতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ । ২০২১/২০২২ মৌসুম সফলভাবেই শেষ করেছে রিয়াল মাদ্রিদ।

কার্লো অ্যানচেলত্তির নের্তৃত্ব দারুণ ফুটবল উপহার দেয় রিয়াল। করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র এবং থিবোত কর্তোয়ারা ছিলেন দারুণ ফর্মে। ফলে, লা-লিগা শিরোপা জেতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলার মাধ্যমে পেয়েছে ২১/২২ মৌসুমের ইউরোপ সেরা ক্লাবের খেতাব। এরই ধারাবাহিকতা বজায় রাখতে সামনের মৌসুমের জন্য দুইজন নতুন তারকাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

অ্যান্তনিও রুডিগার : চেলসি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন অ্যান্তনিও রুডিগার। ২১/২২ মৌসুমের শেষের দিকেই রুডিগারের রিয়াল মাদ্রিদে আসার খবরটি নিশ্চিত হয়। তিনি রিয়াল মাদ্রিদের সাথে জুন ২০২৬ পর্যন্ত ৪ বছরের চুক্তি করেন এবং এসময় মাদ্রিদে তার আয় হবে প্রতি মৌসুমে ৯ মিলিয়ন ইউরো।

এর আগে চেলসির সাথে তার চুক্তির মেয়াদ ছিল জুন ২০২২ পর্যন্ত। তার চুক্তির মেয়াদ শেষ হলে তিনি চুক্তির মেয়াদ আর নবায়ন না করলে ফ্রি এজেন্ট হিসেবে উন্মুক্ত হন এবং রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তির পরিকল্পনার মধ্যে থাকায় রুডিগারকে দলে নেয় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

অরেলিয়েন টোখামেনি : নতুন মৌসুমের আগে লা লিগার সবথেকে দামি সাইনিংয়ের মধ্যে একটি হলো অরেলিয়েন টোখামেনি। ফরাসি ক্লাব এ.এস মোনাকো থেকে ৮০ মিলিয়ন ও ২০ মিলিয়ন এড অন্সে ২০২৭ সাল পর্যন্ত ৫ বছরের জন্য রিয়াল মাদ্রিদ যোগ দেন ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন টোখামেনি। রিয়াল মাদ্রিদ তাদের মিডের ভারসাম্য আরও শক্ত করার লক্ষ্যে টোখামেনিকে পাঁচ বছরের জন্য দলে নেয়।

নতুন খেলোয়াড়দের দলে যুক্ত হওয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন কিছু তারকা ফুটবলার। এদের মধ্যে রয়েছেন মার্সেলো, গ্যারেথ বেল এবং ইস্কো।

ফুটবলের আরও খবর ও ভিডিও…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top