বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী ২১ এপ্রিল (বুধবার) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। আসন্ন এই সিরিজের ম্যাচ পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়ালসদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ২ টেস্টেই অন ফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন কুমারা ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগে। এছাড়া রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
এই সিরিজে রবীন্দ্র উইমালাসিরি থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। আর লেন্ডন হানিবালকে প্রথম টেস্টের চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে। প্রগিত রামবুকওয়ালে রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন।
গ্রায়েম ল্যাবরয়কে দুই ম্যাচের জন্যই রিজার্ভ ম্যাচ রেফারি হিসেবে রাখা হয়েছে। রামবুকয়ালে দ্বিতীয় ম্যাচের চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকছেন হানিবাল।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দু’টি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়ন-শিপের অন্তর্ভূক্ত। আগামী ২১ এপ্রিল প্রথম ও ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে অধিনায়ক মুমিনুল হকের দল।
প্রথম টেস্টের ম্যাচ অফিসিয়ালসরা-
- ম্যাচ রেফারি : রঞ্জন মাদুগলে
- অন ফিল্ড আম্পায়ার : কুমার ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগে
- টিভি আম্পায়ার : রবীন্দ্র উইমালাসিরি
- চতুর্থ আম্পায়ার : লেন্ডল হানিবাল হানিবাল
- রিজার্ভ আম্পায়ার : প্রগিত রামবুকওয়ালে
- রিজার্ভ ম্যাচ রেফারি : গ্রায়েম ল্যাবরয়
দ্বিতীয় টেস্টের ম্যাচ অফিসিয়ালসরা-
- ম্যাচ রেফারি : রঞ্জন মাদুগলে
- অন ফিল্ড আম্পায়ার : কুমার ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগে
- টিভি আম্পায়ার : রবীন্দ্র উইমালাসিরি
- চতুর্থ আম্পায়ার : লেন্ডল হানিবাল
- রিজার্ভ আম্পায়ার : গ্রায়েম লাবরয়
- রিজার্ভ ম্যাচ রেফারি : প্রগিত রামবুকওয়ালে
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com