ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেতে নেমে পাত্তাই পেল না টাইগাররা। ব্যাটারদের সম্পূর্র ব্যর্থতায় ইংলিশদের মাত্র ১২৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহর দল।
জেসন রয়দের সামনে বাংলাদেশের বোলাররা কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে না পারায় ৮ উইকেটেই হার মেনে মাঠ ছাড়তে হয় টাইগারদের।
সুপার টুয়েলভে ইংল্যান্ডের এটি দ্বিতীয় জয়, অন্যদিকে বাংলাদেশের এটি দ্বিতীয় পরাজয়। এই জয়ে গ্রুপ ওয়ান এর পয়েন্ট টেবিলের শীর্ষে (১) উঠেছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ১২৪/৯ (২০-ওভার) মুশফিক ২৯, নাসুম ১৯*, রিয়াদ ১৯, সোহান ১৬
মিলস ২৭/৩, লিভিংস্টোন ১৫/২, মঈন ১৮/২
ইংল্যান্ড : ১২৬/২ (১৪.১-ওভার) রয় ৬১, মালান ২৮*, বাটলার ১৮
নাসুম ২৬/১, শরিফুল ২৬/১
ফল : ইংল্যান্ড ৮ উইকেটে জয়লাভ করেছে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com