শ্রীলঙ্কা ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের মাঝামাঝি তে বাংলাদেশ সফরে আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই আসন্ন এই সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।
অবশেষে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস দলে ফিরেছেন। এ ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাওয়া দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের ১৮ সদস্যের প্রত্যেকেই আছেন এই প্রাথমিক দলে। নতুন করে এবার প্রাথমিক দলে আছেন মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের টাইগারদের প্রস্তুতি শুরু হবে ২ মে। আগামী ৯ মে পর্যন্ত প্রস্তুতি চালিয়ে যাবে তারা।
১০ মে থেকে ১৭ মে – ৭ দিন ঈদের ছুটি কাটাবেন ক্রিকেটাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াড:
১) তামিম ইকবাল খান, ২) মোহাম্মদ নাইম শেখ, ৩) ইমরুল কায়েস, ৪) লিটন কুমার দাস, ৫) সৌম্য সরকার, ৬) নাজমুল হোসেন শান্ত, ৭) সাকিব আল হাসান, ৮) মুশফিকুর রহিম, ৯) মোহাম্মদ মিঠুন, ১০) মাহমুদউল্লাহ রিয়াদ, ১১) আফিফ হোসেন ধ্রুব, ১২) মোসাদ্দেক হোসেন সৈকত, ১৩) শেখ মেহেদী হাসান, ১৪) মেহেদী হাসান মিরাজ, ১৫) তাইজুল ইসলাম, ১৬) নাসুম আহমেদ, ১৭) মোহাম্মদ সাইফউদ্দিন, ১৮) মুস্তাফিজুর রহমান, ১৯) রুবেল হোসেন, ২০) তাসকিন আহমেদ, ২১) হাসান মাহমুদ, ২২) শরিফুল ইসলাম ও ২৩) শহিদুল ইসলাম।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com