১ম ইনিংস:
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পঞ্চম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইসলামাদ ইউনাইটেড অধিনায়ক শাদাব খান। টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পেশাওয়ার জালমি।
ইনিংসের প্রথম ওভারে ওপেনার টম কোহলার ক্যাডমোর আউট হলে, দলের হাল ধরার চেষ্টা করেন আরেক ওপেনার হায়দার আলি এবং ইয়াসির খান। কিন্তু, ইয়াসির খান, হুসেইন তালাত এবং হায়দার আলিসহ দলের এই তিন ব্যাটসম্যানও বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। পাওয়ার-প্লেতে পেশাওয়ার জালমি ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে সংগ্রহ করে মাত্র ৩৫ রান।
তারপর, পেশাওয়ার জালমির রানের চাকা সচল করেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক এবং ক্যারিবিয়ান ব্যাটসম্যান শারফেন রাদারফোর্ড। দুইজন মিলে ৭৩ রানের জুটি গড়ার পর শোয়েব মালিক ২৫ রান করে আউট হলেও, ইনিংসের ১৬তম ওভারে ফিফটি তুলে নেন শারফেন রাদারফোর্ড।
শারফেন রাদারফোর্ডের ৭০ রান এবং বেন কাটিং এর ২৬ রানের উপর ভর করে ইসলামাবাদ ইউনাইটেডকে ১৬৯ রানের টার্গেট দেয় পেশাওয়ার জালমি। ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে শিকার করেন হাসান আলী এবং ফাহিম আশরাফ।
২য় ইনিংস:
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে এক দূর্দান্ত সূচনা এনে দেন দলের দুই বিদেশি ওপেনার পল স্টার্লিং এবং অ্যালেক্স হেলস। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ের ফলে পাওয়ার-প্লেতেই ইসলামাবাদ ইউনাইটেড বিনা উইকেটে ৭৮ রান সংগ্রহ করে নেয়।
সপ্তম ওভারের শেষ বলে পল স্টার্লিং এবং নবম ওভারে অ্যালেক্স হেলস ফিফটি তুলে নিলে, পল স্টার্লিং ৫৭ রানে আউট হলেও রাহমানুল্লাহ গুরবাজকে সাথে নিয়ে ইনিংসের ১৬তম ওভারে ৯ উইকেট হাতে রেখেই পিএসএলের সপ্তম আসরের প্রথম জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। ৮২ রান করে অপরাজিত ছিলেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
ম্যান অফ দ্যা ম্যাচ : পল স্টার্লিং
স্কোর :
পেশাওয়ার জালমি : ১৬৮/৬ (২০ ওভার)
শারফেন রাদারফোর্ড ৭০ (৪৬) ; বেন কাটিং ২৬ (১৭)
ফাহিম আশরাফ ২/২৩ (৪) ; হাসান আলী ২/৩৪ (৪)
ইসলামাবাদ ইউনাইটেড : ১৭২/১ (১৫.৫)
অ্যালেক্স হেলস ৮২ (৫৪) ; পল স্টার্লিং ৫৭ (২৫)