২০২৪-২০২৫ মৌসুমে সম্পূর্ণ নতুনভাবে হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন মৌসুমে ইউরোপ সেরা মোট ৩৬টি ক্লাব নিয়ে হতে যাওয়া এই আসর চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে বড় আসর হবে।
৩৬ দলের মধ্যে জার্মানি এবং ইতালি থেকে সবচেয়ে বেশি ৫টি করে ক্লাব সুযোগ পেয়েছে। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স এই তিনটি দেশ থেকে যথাক্রমে ৪টি করে ক্লাব সুযোগ পেয়েছে।
এছাড়াও, নেদারল্যান্ডস, পর্তুগাল ও অস্ট্রিয়া থেকে সুযোগ পেয়েছে ২টি করে ক্লাব। বাকি ৮ ক্লাবের প্রতিটি হলো বেলজিয়াম, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সার্বিয়া, স্কটল্যান্ড, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, ইউক্রেন এই ৮টি ভিন্ন দেশের।
২০২৪-২০২৫ মৌসুমে গ্রুপ পর্বের ম্যাচডে হবে মোট ৮টি। আনুষ্ঠানিকভাবে ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে গ্রুপ পর্বের সমাপ্তি শেষে যথাক্রমে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে দিয়ে ৩১ মে ২০২৫ সালে পর্দা নামবে আসরের। যেগুলোর তারিখ বিন্যাস করা হয়েছে যথাক্রমে নিম্নরূপ:
ম্যাচডে | তারিখ |
১ম | ১৭-১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
২য় | ১-২ অক্টোবর, ২০২৪ |
৩য় | ২২-২৩ অক্টোবর, ২০২৪ |
৪র্থ | ৫-৬ নভেম্বর, ২০২৪ |
৫ম | ২৬-২৭ নভেম্বর, ২০২৪ |
৬ষ্ঠ | ১০-১১ ডিসেম্বর, ২০২৪ |
৭ম | ২১-২২ জানুয়ারি, ২০২৫ |
৮ম | ২৯ জানুয়ারি, ২০২৫ |
নকআউট (প্লে অফ) | ১১-১২ ও ১৮-১৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাউন্ড অফ ১৬ | ৪-৫ ও ১১-১২ মার্চ, ২০২৫ |
কোয়ার্টার ফাইনাল | ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল, ২০২৫ |
সেমিফাইনাল | ২৯-৩০ এপ্রিল ও ৬-৭ মে, ২০২৫ |
ফাইনাল | ৩১ মে, ২০২৫ |
নতুন আসরে নতুনসব নিয়ম নিয়ে শুরু হবে ইউসিএল! (New rules and format for UCL)
উয়েফা আয়োজিত ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের ৭০তম আসরের নতুন ফরম্যাটের পাশাপাশি থাকবে নতুন নিয়ম। পূর্বের প্রায় সব নিয়মই পাল্টে যাচ্ছে এবারের আসরে।
টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ১২৫ হতে ১৮৯। ম্যাচ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রুপ পর্বে স্থান ও পয়েন্টস টেবিল, নকআউট পর্বের যোগ্যতা অর্জনসহ সব নিয়মেই আছে ভিন্নতা।
প্রতিবছর সাধারণ পদ্ধতিতে বিভিন্ন তারকাদের মাধ্যমে ড্র অনুষ্ঠিত করলেও এবার কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রুপ পর্বের ম্যাচ বিন্যাস করা হয়েছে।
৩৬ দল হতে বানানো ৪টি পটের প্রতিটিতে জায়গা পায় ৯টি করে দল। যেখানে, প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে কম্পিউটার দ্বারা বাছাইকৃত প্রত্যেক পটের ২টি করে দলের সাথে। গ্রুপ পর্বের মোট ৮টি ম্যাচের মধ্যে থেকে ৪টি হোম ভেন্যু ও ৪টি ম্যাচ হবে অ্যাওয়ে ভেন্যুতে।
নিয়মের ভিন্নতার জেরে সব দলের পয়েন্ট গণনা হবে নির্ধারিত একটিমাত্র পয়েন্টস টেবিলে। শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নিবে পরবর্তী পর্যায় তথা রাউন্ড অফ ১৬’-তে।
রাউন্ড অফ ১৬’র বাকি ৮টি স্থান পূরণ করতে আলাদা ২ লেগের নকআউট পর্বে লড়াই করবে গ্রুপ পর্ব শেষে পয়েন্টস টেবিলের ৯ম থেকে ২৪তম অবস্থানে থাকা ১৬টি দল। অন্যদিকে, টেবিলের ২৫-৩৬তম অবস্থানে থাকা ১২টি দল সরাসরি বাদ পড়বে টুর্নামেন্ট থেকে।
পূর্বের ন্যায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া ৮ দলের উয়েফা ইউরোপা লিগে খেলার সুযোগ থাকছেনা এবার। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে অ্যাস্টন ভিলা, জিরোনা, স্টেড ব্রেস্টয়েস, বলোনিয়া ও স্লোভান ব্রাতিস্লাভার মতো দলগুলো।
৩৬ দলের লড়াইয়ে ১৮৯ ম্যাচের লম্বা সময়সূচি! (Long fixtures for UCL 2024-25 season)
পট-১ এ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, লিগ-১ জয়ী পিএসজি, সিরি-আ চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সাথে আছে বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও আর.বি লেইপজিগ।
পট-১:
দল (নাম) | হোম ম্যাচ | অ্যাওয়ে ম্যাচ |
রিয়াল মাদ্রিদ | বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, সাল্জবুর্গ, স্টুটগার্ট | লিভারপুল, আটলান্টা, লিল, ব্রেস্ট |
ম্যান. সিটি | ইন্টার মিলান, ক্লাব ব্রুগা, ফেয়েনুর্দ, স্পার্তা প্রাহা | পিএসজি, জুভেন্টাস, স্পোর্টিং লিসবন, স্লোভান ব্রাতিস্লাভা |
বার্সেলোনা | বায়ার্ন মিউনিখ, আটলান্টা, ইয়ং বয়েজ, ব্রেস্ট | বরুশিয়া ডর্টমুন্ড, এস.এল বেনফিকা, সারভেনা জেভেসদা, মোনাকো |
বায়ার্ন মিউনিখ | পিএসজি, এস.এল বেনফিকা, ডিনামো জাগরেভ, স্লোভান ব্রাতিস্লাভা | বার্সেলোনা, শাখতার দোনেৎস্ক, ফেয়েনুর্দ, অ্যাস্টন ভিলা |
লিভারপুল | রিয়াল মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল, বোলোনিয়া | লিপজিগ, এসি মিলান, পিএসভি, জিরোনা |
ইন্টার মিলান | লিপজিগ, আর্সেনাল, সারভেনা জেভেসদা, মোনাকো | ম্যান. সিটি, বেয়ার লেভারকুসেন, ইয়ং বয়েজ, স্পার্তা প্রাহা |
বরুশিয়া ডর্টমুন্ড | বার্সেলোনা, শাখতার দোনেৎস্ক, সেল্টিক, স্টার্ম গ্রাজ | রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ক্লাব ব্রুগা, বোলোনিয়া |
আর.বি লেইপজিগ | লিভারপুল, জুভেন্টাস, স্পোর্টিং লিসবন, অ্যাস্টন ভিলা | ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, সেল্টিক, স্টার্ম গ্রাজ |
পিএসজি | ম্যান. সিটি, অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসভি, জিরোনা | বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, সাল্জবুর্গ, স্টুটগার্ট |
একইভাবে পট-২ তে’ও আছে নামকরা সব ক্লাব। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন, ইউরোপা জয়ী আটলান্টার সাথে আরও আছে আর্সেনাল, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, এসি মিলান, ক্লাব ব্রুগা, শাখতার দোনেৎস্ক, এস.এল বেনফিকা।
পট-২:
দল (নাম) | হোম ম্যাচ | অ্যাওয়ে ম্যাচ |
বেয়ার লেভারকুসেন | ইন্টার মিলান, এসি মিলান, সাল্জবুর্গ, স্পার্তা প্রাহা | লিভারপুল, অ্যাতলেটিলো মাদ্রিদ, ফেয়েনুর্দ, ব্রেস্ট |
আর্সেনাল | পিএসজি, শাখতার দোনেৎস্ক, ডিনামো জাগরেভ, মোনাকো | ইন্টার মিলান, আটলান্টা, স্পোর্টিং লিসবন, জিরোনা |
অ্যাতলেটিকো মাদ্রিদ | লিপজিগ, বেয়ার লেভারকুসেন, লিল, স্লোভান ব্রাতিস্লাভা | পিএসজি, এস.এল বেনফিকা, সাল্জবুর্গ, স্পার্তা প্রাহা |
আটলান্টা | রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, সেল্টিক, স্টার্ম গ্রাজ | বার্সেলোনা, শাখতার দোনেৎস্ক, ইয়ং বয়েজ, স্টুটগার্ট |
জুভেন্টাস | ম্যান. সিটি, এস.এল বেনফিকা, পিএসভি, স্টুটগার্ট | লিপজিগ, ক্লাব ব্রুগা, লিল, অ্যাস্টন ভিলা |
এসি মিলান | লিভারপুল, ক্লাব ব্রুগা, সারভেনা জেভেসদা, জিরোনা | রিয়াল মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, ডিনামো জাগরেভ, স্লোভান ব্রাতিস্লাভা |
এস.এল বেনফিকা | বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, ফেয়েনুর্দ, বোলোনিয়া | বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, সারভেনা জেভেসদা, মোনাকো |
ক্লাব ব্রুগা | বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, স্পোর্টিং লিসবন, অ্যাস্টন ভিলা | ম্যান. সিটি, এসি মিলান, সেল্টিক, স্টার্ম গ্রাজ |
শাখতার দোনেৎস্ক | বায়ার্ন মিউনিখ, আটলান্টা, ইয়ং বয়েজ, ব্রেস্ট | বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, পিএসভি, বোলোনিয়া |
পট-৩ এবং পট-৪ এ থাকা বাকি ১৮টি ক্লাবের মধ্যে উল্লেখযোগ্য হলো ফেয়েনুর্দ, লিল, স্পোর্টিং লিসবন, অ্যাস্টন ভিলা, স্টুটগার্ট, মোনাকো, জিরোনা এবং বোলোনিয়া। লিগে ফেভারিটদের তালিকায় না থাকলেও বড় দলগুলোকে হারিয়ে চমক উপহার দিতে পারে এই ক্লাবগুলোও।
আসরের বিজয়ী পাবে ফিফার নতুন টুর্নামেন্টেসহ একাধিক টুর্নামেন্টে খেলার সুযোগ! (The winner will get a chance to play in multiple tournaments including FIFA’s new tournament)
২০২৪-২৫ মৌসুমের উয়ফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী শুধুমাত্র ট্রফি ও প্রাইজমানিতেই ভাগ বসাবে না। এর পাশাপাশি আরও একাধিক নামি-দামি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।
গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ন্যায় এবারের আসরের জয়ী দলও পাবে উয়েফা সুপার কাপের সরাসরি টিকিট। যেখানে, উক্ত নির্দিষ্ট দলটি মুখোমুখি হবে উয়েফা ইউরোপা লিগের জয়ী দলের সাথে।
তাছাড়া, ফিফার নতুন এক ক্লাব টুর্নামেন্ট ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে সরাসরি পা রাখবে ইউরোপ শ্রেষ্ঠত্ব অর্জন করা দলটি। ৬ কনফেডারেশন্সের ৬ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
এই ২ টুর্নামেন্টেই শেষ নয়। বরং, কোনোরকম বাছাইপর্ব ছাড়াই ২০২৯ সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে ইউসিএলের ৭০তম আসরের বিজয়ীরা।
উল্লেখ্য, আগামী বছরের ৩১ মে জার্মানির মিউনিখ শহরের বিখ্যাত অ্যালায়েঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।