ওপেনার লিটন ।দূর্দান্ত লিটনের গল্প-
ওপেনার লিটন – প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে লিটনের পরিচিত প্রথম থেকেই। বাংলাদেশ ক্রিকেটে অনন্য ক্লাসিকাল ওপেনার লিটন কুমার দাস। যার চোখ জুড়ানো ব্যাটিং, হাতে সব ধরনের ক্লাসিকাল শট রয়েছে। বাংলাদেশের তরুনদের মাঝে সব থেকে প্রতিভাবান ক্রিকেটার বলা হয় লিটন দাস কে। চলুন বিস্তারিত যেনে নেয়া যাক-
পরিচয়ঃ-
নামঃ লিটন কুমার দাস।
জন্মঃ ১৯৯৪ সালের ১৩ অক্টোবর।
ধরনঃ ডানহাতি ওপেনার।
রোলঃ উইকেটরক্ষক।
লিটনের ছেলেবেলাঃ ওপেনার লিটন
লিটন দাস তার ক্রিকেট খেলার অনুপ্রাণিত হয়েছিল বড় ভাই বাপ্পী দাস এর কাছে থেকে। লিটন এর ক্যারিয়ারের প্রথম কারিগর ছিলেন আবু সামাদ। ‘প্রচেষ্টা ক্লাবের’ হাত ধরে লিটনের পথেচলা। তারপর ভর্তি হন BKSP তে। তিনিসহজেই নজর কাড়েন সবার, বয়সভিত্তিক দলে রান বন্যা বইয়ে দেন।
লিটনের প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক ২০১১ সালে। প্রথমে ভাল করতে না পারলেও পরের মৌসুমে রানের পাহাড় করেন তিনি। আর সেখান থেকেই ২০১২ সালের অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ দলের দরজা খুলে যায় তার জন্য।
লিটনের অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ – ওপেনার লিটন
ক্লাসিকাল ওপেনার লিটন ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে ডাক পান অনুর্দ্ধ ১৯-বিশ্বকাপে। ৬ ম্যাচে মোট রান করেন ২৬২ যেখানে ছিল ১টি শতক এবং ২টি অর্ধশতকের ঝলমলে ইনিংস।
পরবর্তীতে ২০১৪ সালে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে রিতিমতো রান করেন লিটন দাস। মোট চার ইনিংসে ২০০ রান,স্টাইকরেট ছিল চোখ জুড়ানো ৯৬.৬১!
লিটনের ডিপিএলঃ- ওপেনার লিটন
ডিপিএলেও রানের খাতা খুলেন লিটন। মোট রান ছিল ৬৮৬ যার মধ্যে শতক ছিল ১ টি ও অর্ধশতক ছিল ৫টি। ১৬ ম্যাচ খেলে ২২টি ক্যাচ ও ৭টি স্টাম্পিং করেন তিনি । এছাড়াও উইকেটরক্ষক হিসেবে অনেক ভাল করেছিলেন দাস,তিনি সেরা উইকেটরক্ষক ও বিবেচিত হন।
টেষ্ট ক্রিকেটে লিটনঃ-
ভারতের সাথে টেষ্ট ক্রিকেটে ১০ জুন ২০১৫ সাল অভিষেক হয় লিটনের। তিনি দেশের হয়ে ৭৭ তম ক্যাপ পেয়েছেন।
ম্যাচঃ ২০
ইনিংস :৩৪
নটআউট :০০
সর্বোচ্চ রান : ৯৪
এভারেজ :২৫.২৬
ফিফটি :০৫
সেঞ্চুরি :০০
চার: ১১৯
ছয়: ৪
মোট রান :৮০৬
ওডিয়াই ক্রিকেটে লিটনঃ-
২০১৫ সালের ১৮ জুন ভারতের সাথে অভিষেক হয় লিটনের। বাংলাদেশের হয়ে ১১৭ তম ক্যাপ পায় লিটন।
ম্যাচঃ৩৬
ইনিংস:৩৬
নট আউট :২*
সর্বোচ্চ রান:১৭৬
এভারেজ:৩১.৭৪
ফিফটি:৩
সেঞ্চুরি :০৩
চার:১১৩
ছয়:২২
মোট রান :১০৭৮*
টি-২০ ক্রিকেটে লিটনঃ-
২০১৫ সালের ৫ জুলাই দক্ষিণ আফ্রিকার সাথে অভিষেক হয় লিটনের। বাংলাদেশের হয়ে ৪৬ তম ক্যাপ পায় লিটন দাস। শ্রীলংকার সাথে ২১৫ রানের ইনিংসে লিটন দাস দারুন সূচনা করে। খেলেন ১৯ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংস।
ম্যাচঃ২৯
ইনিংস :২৯
নটআউট:০১
সর্বোচ্চ রান :৬১
এভারেজ:২২.৭১
ফিফটি:০৪টি
সেঞ্চুরি:০০
চার:৬০টি
ছয় :২৫ টি
মোট রানঃ৬৩৬*
লিটন দাস এর বৈশিষ্টঃ-
১)উইকেট কিপার ওপেনার।
২)হার্ড হিটার।
৩)খেলার মাঠে সবার সাথে ভদ্র আচরন।
৪)সব রকমের সর্ট খেলতে পছন্দ করেন।
৫)শান্ত স্বাভাবের।
রেকর্ড বয় লিটনঃ-
১)দেশের হয়ে সবচেয়ে বেশি ব্যাক্তিগত ওডিআই ১৭৬ রানের ইনিংস টি খেলেন লিটন দাস।
২)বিশ্বকাপ ২০১৯ প্রথম ম্যাচে ৯৪ রান করেন তিনি।
৩)দেশের জার্সি পরে এশিয়া কাপে ১২১ রানের ঝলমলে ইনিংস খেলেন।
৪)জিম্বাবুয়ের সাথে ওডিআই সিরিজে ওপেনার তামিম ইকবালের সাথে ২৯২ রানের আসাধারন জুটি গড়েন লিটন দাস।
প্রিয় লিটন দাসের আগামীর দিনগুলোর জন্য রইলো শুভকামনা। আগামীতেও ভালো শুরু করে দলকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আশাকরি।
লিখেছেন- আলিস আল- হাসান রাজা।
আরো পড়ুন-
- আনামুল হক বিজয়
- কেন উইলিয়ামসন
- ক্যারাম
- ক্রিকেট
- ক্রিস গেইল
- খেলাধুলা
- জোফরা আর্চার
- দাবা
- পরামর্শ
- পুষ্টিকর খাবার
- ফুটবল
- বিরাট কোহলি
- বেঙ্গল টাইগার
- বেন স্টোকস
- ব্যাডমিন্টন
- ব্যায়াম
- ভলিবল
- ভিনদেশি তারকা
- মহেন্দ্র সিং ধোনি
- মানসিক স্বাস্থ্য
- মুস্তাফিজ
- মোহাম্মদ আশরাফুল
- ম্যারাথন-
- লিটন কুমার দাস
- লুডু
- সাকিব আল হাসান
- স্পনসর পোস্ট
- স্বাস্থ্য বীমা
- হাশিম আমলা
- হেলদি টিপ্স
খুব ভালো লিখেছেন ভাই
ধন্যবাদ ভাইয়া।
স্বাস্থ্য এবং খেলাধুলার নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।