ওয়াইটওয়াশ এড়াতে

তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ওয়াইটওয়াশ করেছে ভারত!

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়াইটওয়াশ এড়াতে মাঠে নামে সফরকারী লঙ্কানরা। অন্যদিকে, সিরিজ জিতে নিয়ে ফুরফুরে মেজাজে থাকা স্বাগতিকদের জন্য এটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। 

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। শ্রীলঙ্কা দলে আসে দুই পরিবর্তন। দলে জয়াভিকরামা এবং মিশারার বদলে জায়গা পান জাফ্রে ভেন্ডারসে এবং জানিত লিয়ানাগে। অপরদিকে, ভারত দলে আনে ৪ পরিবর্তন। 

ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে যান ইশান কিশান। এছাড়াও, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহালের বদলে দলে জায়গা পান রবি বিশ্বনয়, কুলদীপ যাদব, আভেশ খান এবং মোহাম্মদ সিরাজ। 

১ম ইনিংস :

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। পাওয়ার-প্লের প্রথম ওভারেই কোনো রান না করে সাজ ঘরে ফিরেন ওপেনার দানুশকা গুনাথিলাকা। এরপরের ওভারেই মাত্র ১ রান করে আভেশ খানের শিকার হয়ে সাজ ঘরে ফিরেন আরেক ওপেনার পাত্তুম নিসানকা। 

তারপর, তার বদলি হিসেবে নামা চারিথ আসালাঙ্কাও পাওয়ার-প্লের চতুর্থ ওভারের শেষ বলে আভেশ খানের শিকার হন। পাওয়ার-প্লের ৬ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটের বিনিময়ে মাত্র ১৮ রান। এরপর, জানিত লিয়ানাগে এবং দীনেশ চান্দিমালও দলকে সামান্য রান এনে দিয়ে আউট হলে দলের হাল ধরেন চামিকা করুণারত্নে এবং অধিনায়ক দাসুন শানাকা। 

ইনিংসের ১৮তম ওভারে দাসুন শানাকা তার ঝড়ো ব্যাটিংয়ে ২৯ বলে নিজের অর্ধশতক তুলে নেন। ফলে, ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে লঙ্কানরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৭৪ রানের এক দানবীয় ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অধিনায়ক দাসুন শানাকা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ ওভার করে ২৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন আভেশ খান। 

২য় ইনিংস :

১৪৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মার সাথে আজ ওপেনিং করেন সাঞ্জু স্যামসন। পাওয়ার-প্লের ২য় ওভারেই অধিনায়ক রোহিত শর্মা ৯ বলে মাত্র ৫ রান করে আউট হন। তারপর, তার বদলি হিসেবে নামা শ্রেয়াস আইয়ার এবং আরেক ওপেনার সাঞ্জু স্যামসন দলের হাল ধরার চেষ্টা করেন। 

পাওয়ার-প্লের ৬ ওভার শেষে ভারত সংগ্রহ পায় ১ উইকেটের ব্যবধানে ৪৭ রান। এরপরের ওভারেই চামিকা করুণারত্নের শিকার হয়ে ১৮ রান করে সাজ ঘরে ফিরেন সাঞ্জু স্যামসন। তারপর, দিপাক হুডা এবং শ্রেয়াস আইয়ার দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলেও ইনিংসের ১১তম ওভারের শেষের দিকে তিনিও ১৬ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফিরেন। 

অন্যদিকে, একাই দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শ্রেয়াস আইয়ার। ইনিংসের ১২তম ওভারের শুরুর দিকে ২৯ বলে সিরিজে নিজের টানা তৃতীয় অর্ধশতক তুলে নেন শ্রেয়াস আইয়ার। 

এরপর, ভেঙ্কেটেশ আইয়ার ১৩তম ওভারের শুরুর দিকে মাত্র ৫ রান করে আউট হলেও শ্রেয়াস আইয়ারের অসাধারণ ইনিংসে ১৭তম ওভারে ১৯ বলে হাতে থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ফলে, ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ওয়াইটওয়াশ করলো ভারত। 

এই ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ অপরাজিত রইল রোহিত শর্মার শিষ্যরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৭৩ রান করে অপরাজিত থেকে এক ম্যাচ জয়ী ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। লঙ্কানদের হয়ে ৩.৫ ওভার করে ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন লাহিরু কুমারা। 

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

ম্যান অফ দ্যা ম্যাচ : শ্রেয়াস আইয়ার ৭৩*(৪৫)

ম্যান অফ দ্যা সিরিজ : শ্রেয়াস আইয়ার ( ২০৪ রান)

শ্রীলঙ্কা :  ১৪৬/৫ (২০ ওভার)

দাসুন শানাকা ৭৪*(৩৮); দীনেশ চান্দিমাল ২২(২৭)

আভেশ খান ২/২৩ (৪ ওভার); মোহাম্মদ সিরাজ ১/২২ (৪ ওভার)

ভারত :  ১৪৮/৪ (২০ ওভার)

শ্রেয়াস আইয়ার ৭৩*(৪৫); রাবিন্দ্র জাদেজা ২২(১৫)

লাহিরু কুমারা ২/৩৯ (৩.৫ ওভার); দুশমান্থা চামিরা ১/১৯ (৩ ওভার)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top