আজ (২৩ মে) শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ওয়ানডে সুপার লিগের অন্তর্গত সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
আইসিসি ওয়ানডে সুপার লিগে এটি টাইগারদের সপ্তম ম্যাচ। এর আগে ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতেছে টাইগাররা। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের বড় ভূমিকা থাকবে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে।
বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। মুস্তাফিজ ও তাসকিনের সাথে আছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। সাকিব আল হাসানের সাথে স্পিন এটাকে থাকবেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ :
১) ইকবাল (অধিনায়ক),২) লিটন দাস, ৩) সাকিব আল হাসান, ৪) মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ৫) মোহাম্মদ মিঠুন, ৬) মাহমুদউল্লাহ রিয়াদ, ৭) আফিফ হোসেন ধ্রুব, ৮) মেহেদী হাসান মিরাজ, ৯) মোহাম্মদ সাইফউদ্দিন, ১০) তাসকিন আহমেদ ও ১১) মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ :
১) কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ২) দানুশকা গুনাথিলাকা, ৩) পাথুম নিসাঙ্কা, ৪) কুশল মেন্ডিস, ৫) ধনঞ্জয়া ডি সিলভা, ৬) দাসুন শানাকা, ৭) আশেন বন্দারা, ৮) ওয়ানিন্দু হাসারাঙ্গা, ৯) ইসুরু উদানা, ১০) লক্ষণ সান্দাকান ও ১১) দুশমন্থ চামিরা।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com