করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষার প্রথম ফলাফলের পর আশরাফুলের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। কিন্তু এখনো দ্বিতীয় ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছেন ক্রিকেটার আশরাফুল।
তিনি বিশ্বাস করেন যে, প্রথম পরীক্ষার ফলাফল অনেক সময় সঠিক আসে না, তাই তিনি দ্বিতীয় ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছেন।
বর্তমানে আশরাফুল জাতীয় ক্রিকেট লিগ খেলছেন। প্রথম ম্যাচে বরিশালের হয়ে ১টি ম্যাচ ও খেলেছেন তিনি। প্রথম ইনিংসে ৪৮ রান এবং দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১ রান। ম্যাচ শেষ হওয়ার পরপরই করোনা পজেটিভ হবার খবর পান তিনি।
এরমধ্যেই দ্বিতীয়বারের মতো করোনা পরিক্ষার জন্য নমুনা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। এবারো যদি করোনা পজিটিভ হয় তবেই তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হবেন।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com