কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক

বিপিএলের দলগুলোর অনুশীলনে যোগ দিতে শুরু করেছে কোচ ও ক্রিকেটাররা!

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসর। এবারের আসরে অংশগ্রহণ করছে ৬টি দল। আর ইতিমধ্যে দলগুলোর সাথে অনুশীলনে যোগ দিতে শুরু করেছেন কোচ এবং দেশি-বিদেশি ক্রিকেটাররা। 

নিউজিল্যান্ড সফর শেষে গত শনিবারই দেশে ফিরেছে টেস্ট দলের সদস্যরা। তার দুইদিন আগে দেশে এসেছেন মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এরপর গতকাল থেকে শুরু হয়েছে বিপিএল দলগুলোর অনুশীলন। 

প্রথমদিন, হেড কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে অনুশীলন করে ফর্চুন বরিশাল। কিন্তু দলের সাথে ছিলেননা সাকিব। অন্যদিকে, আজ মিরপুর একাডেমি মাঠে নিজ-নিজ দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান,  মাশরাফি মোর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফর্চুন বরিশাল ও মিনিস্টার ঢাকার অনুশীলনে সরগরম ছিল মিরপুর একাডেমি মাঠ।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক কোচ স্টিভ রোডস। হেড কোচ সালাউদ্দিনের সাথে স্টিভ রোডসও আজ দলের সাথে অনুশীলনে ছিলেন। কুমিল্লার ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই ইংলিশ কোচকে। তাঁর অভিজ্ঞতা দলের জন্য ভালো কিছুই বয়ে আনবে এমন প্রত্যাশা করছেন, দলের কোচ সালাউদ্দিন।

গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশ আসেন উইল জ্যাক্স। এর আগে শনিবার ঢাকায় এসে পৌঁছান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কোচ পল নিক্সন। আজকে উন্মোচিত হয়েছে চট্টগ্রাম দলের জার্সি। সেখানে দলের কোচ পল নিক্সনের পাশাপাশি উপস্থিত ছিলেন বোলিং কোচ শন টেইট, রায়াদ এমরিট, আফিফ হোসেন ধ্রুব, নাঈম ইসলাম, শামীম হোসেন, আকবর আলী এবং অন্যান্য দেশি ক্রিকেটাররা।

ফর্চুন বরিশালের হয়ে বিপিএল খেলতে আজ ঢাকায় আসছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। বিপিএল শুরুর পর দলের সাথে যোগ দেবেন ক্রিস গেইল ও মুজিব উর রহমান।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top