খুলনা টাইগার্স

বিশাল সংগ্রহ নিয়েও শেষ রক্ষা হলো না ঢাকার!

আজ ২১ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  অষ্টম আসরের উদ্ভোধন হয়। আজ ছিল দুইটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মিনিস্টার ঢাকা এবং খুলনা টাইগার্স। খুলনা তাদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করলো এবং তরকায় ভরপুর মিনিস্টার ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে।

১৮৪ রানের বিশাল টার্গেট দেয় মিনিস্টার ঢাকা। কিন্তু শেষ রক্ষা আর হয়না। এক ওভার থাকতেই জয় তুলে নেয় খুলনা টাইগার্স। 

খুলনা ছিল গত আসরের রানার্সআপ টিম। তাই তাদের নিয়ে সবাই আশাবাদী ছিল। খুলনা টাইগার্সও তাদের খেলা দেখিয়েছে। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ঢাকা প্রথমে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মিনিস্টার ঢাকার সংগ্রহ ছিল ১৮৩ রান। 

এই আসরের প্রথম অর্ধশত হাঁকান তামিম ইকবাল। ৫০ রান করতে তামিমের প্রয়োজন হয় ৪২ টি বলের। এর মধ্যে রয়েছে ৭ টি বাউন্ডারি, সবগুলোই চার। তামিমের পরে মোহাম্মদ শাহাজাদ ও রিয়াদ ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহকে আকাশসম করে।

২৭ বলে ৪২ রান করেন শাহজাদ যার মধ্যে ছিল ৭ টি চার এবং ৩ টি ছক্কা ও ২ টি চার দিয়ে মাত্র ২০ বলে ৩৯ করেন রিয়াদ। কামরুল হাসান রাব্বি ৩ টি উইকেট শিকার করেন খরুচে বলের মাধ্যমে। 

বিপিএল এর আরও খবর…

খুলনা টাইগার্স ১৮৪ রানের টার্গেট নিয়ে মাঠে নামে। প্রথমেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে। তারপর থেকেই ধ্বংসাত্মক ব্যাটিং শুরু করে আন্দ্দে ফ্লেচার ও রনি তালুকদার। তারা দুজনে ৭২ রানের পার্টনারশিপ গড়েন। মাত্র ২৩ বলে ৪৫ রান করেই সাজঘরে ফিরতে হয় ফ্লেচারকে। ফ্লেচারের ঝুলিতে ছিল ৭ টি চার ও ১ টি ছক্কা। ফ্লেচার অর্ধশত পূরণ না করলেও রনি অর্ধশত পূরণ করেন। 

অর্ধশত করার পর খুব বেশীক্ষণ টিকতে পারেনা রনি। ৪২ বলে ৬১ রান নিয়ে তাকেও সাজঘরে ফিরতে হয় যার মধ্যে ছিল ৭ টা চার ও ১ টি ছক্কা। 

রনির বিদায়ের পর একটু চাপে পড়ে খুলনা। কিন্তু থিসারা পেরেরা সেটার অবসান ঘটান। মুশফিকুর রহিম ও ইয়াসির আলী মাত্র ১৩ রানে বিদায় নিলেও ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে

দেন। ৩৬ রান করতে ৬ টি বাউন্ডারি হাঁকান তার সবগুলোই চার। এবং খেলেন ১৮ বল। ১ ওভার হাতে থাকতেই ৫ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় খুলনা টাইগার্স। অপর প্রান্তে অপরাজিত ছিল শপখ মেহেদী হাসান। ৫ বলে ১ টি করে ছয় ও চার মেরে তার সংগ্রহ ছিল ১২ রান। 

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

সংক্ষিপ্ত স্কোর

টস – খুলনা টাইগার্স 

মিনিস্টার ঢাকা – ১৮৩/৬ (২০) তামিম ইকবাল ৫০ (৪২), মোহাম্মদ শাহজাদ ৪২ (২৭), মাহমুদউল্লাহ্ রিয়াদ ৩৯ (২০) 

কামরুল ইসলাম ৩/৪৫ (৪), থিসারা পেরেরা ১/২৭ (৪)

খুলনা টাইগার্স – ১৮৬/৫ (১৯) রনি তালুকদার ৬১(৪২), আন্দ্রে ফ্লেচার ৪৫ (২৩), থিসারা পেরেরা ৩৬ (১৮)

এবাদত হোসেন ২/২৭ (৩), আন্দ্রে রাসেল ২/৪২ (৪)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top