আইপিএলের ১৪ তম আসরের নিলামে ভিত্তিমূল্যের ১ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভিত্তিমূল্যে মুস্তাফিজুরকে দলে নিয়ে বাজিমাত করেছে রাজস্থান রয়্যালস এমনটাই মন্তব্য করেছেন গৌতম গম্ভীর।
মুস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। ২০১৬ সালে হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল মুস্তাফিজের। সেবার ১ কোটি ৪০ লক্ষ ভারতীয় রুপিতে ফিজ কে কেনে হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদকে আইপিএল ট্রফি জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে নিয়েছেন ১৭ টি উইকেট। টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ।
মুস্তাফিজকে রাজস্থান দলে নেয়া প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, ‘এই নিলামের বাজিমাৎ ফিজ। ভিত্তিমূল্যে তাকে দলে নিয়ে রাজস্থান দারুণ কৌশল দেখিয়েছে। ২০১৬ সালে সানরাইজার্সকে আইপিএল শিরোপা জেতাতে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। যদিও সেই দলে ওয়ার্নার, কেন সহ অন্যরাও ছিল।
হায়দ্রাবাদের পর ২ কোটি ২০ লক্ষ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় মুম্বাই। এখন পর্যন্ত আইপিএলে ২৫ টি ম্যাচ খেলেছে ফিজ নিয়েছেন ২৫ উইকেট।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com