চট্টগ্রাম টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে সাকিবের অপ্রাজিত ৩৯ রান এবং লিটনের ৩৪ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। চা-বিরতির আগে ৪ উইকেটে ১৪০ রান তোলে টাইগাররা। তখন সাকিব ও মুশফিক মাঠে তাদের অভিজ্ঞতা কাজে লাগায় ধৈর্যের সাথে। তাদের পার্টনাশিপে বড় কিছুর সপ্ন দেখছিল ক্রিকেট ভক্তরা।
কিন্তু দলীয় ১৯৩ রানে ওয়ারিক্যানের দারুণ ডেলেভারিতে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম। সাকিব-মুশির জুটি থেকে আসে ৫৯ রান। মুশফিকুর ৬৯ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন।
এরপর লিটন দাস কে সাথে নিয়ে ভালোই খেলছিলেন সাকিব আল হাসান। দিন শেষে ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন সাকিব। লিটন দাস কে সাথে নিয়ে মাঠ ছাড়েন তিনি। লিটন দাস ৫৮ বলে ৩৪ রান নিয়ে অপরাজিত। আগামীকাল একসাথে আবার মাঠে নামবে এই দুই তারকা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে তিনটি উইকেট তুলে নেন ওয়ারিক্যান। কেমার রোচ নেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ (১ম ইনিংস) ২৪২-৫ ( সাদমান ৫৯, শান্ত ২৫, মমিনুল ২৫, সাকিব আল হাসান ৩৯*, মুশফিকুর ৩৮, লিটন দাস ৩৪*)
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com