সপ্নের কোন সিমা নেই। আমরা সবাই সপ্ন দেখি কিন্তু সপ্ন কে বাস্তবে রুপ দিতে কয়জনে পারি? ইচ্ছা ছিল ক্রিকেটার হবেন, খেলবেন প্রিয় মাতৃভুমি বাংলাদেশের হয়ে। নানা প্রতিকূলতায় সপ্ন টি পূরন হয় নি ইয়াছিন পিয়াসের। তবুও কেউ থামিয়ে রাখতে পারেনি তাকে। বলছি চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের দক্ষিণপাড়া মুন্সি বাড়ির তরুন ক্রিকেট কোচ ইয়াসিন পিয়াসের কথা।
তার ভাবনা ও চাওয়ায় জন্ম চাটখিল ক্রিকেট একাডেমির। অনেক ঘাম-শ্রম ও ত্যাগ স্বিকার করার পর ধীরে ধীরে গড়ে তুলেছেন এই ক্রিকেট একাডেমি। চাটখিল পৌরসদরের উপকণ্ঠ চাটখিল বাজারে ২০১২ সালে যাত্রা শুরু হয়েছে চাটখিল ক্রিকেট একাডেমির।
অল্প কয়েকজন ছাত্র নিয়ে শুরুটা হলেও সময়ের সাথে সাথে বেড়েছে একাডেমির ছাত্র সংখ্যা, বেড়েছে সুযোগ-সুবিধার পরিধি। সঙ্গে স্বপ্নের পরিধিও! ২০২২ সাল মানে এই মুহূর্তে প্রায় ৬০জনের অধিক ছাত্র ক্রিকেটের প্রশিক্ষন নিচ্ছেন এই একাডেমিতে।
মূলত তিনটি বয়সভিত্তিক গ্রুপে ভাগ করে সপ্তাহে ৪দিন চলে অনুশীলন- অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮। তবে কোচ ইয়াছিন পিয়াস জানিয়েছেন, সামর্থ্যের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয় প্রশিক্ষণ। প্রতি বছরই চাটখিল ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা সামর্থের ভিত্তিতে সুযোগ পেয়ে থাকেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটে। জেলার গন্ডি পার হয়ে খেলেন বিভাগীয় দলেও।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
ক্রিকেটের আরও খবর…
একাডেমিতে যোগ দিতে পারেন যে কেউ। একাডেমির নির্ধারিত মাসিক ফি ৫০০ টাকা। তবে সেটা পাওয়া যায় কম জনের কাছ থেকেই। সামর্থ্য অনুযায়ী কেউ দেয় ৪০০, কেউ ৩০০। এই টুকুও দেওয়ার সামর্থ্য নেই যাদের, তাদের জন্য পুরো ফ্রি। ভর্তি হতে হলে প্রয়োজন ১০০০টাকা।
নতুন কেউ এলে তাকে কয়েকদিন ভালো করে পরখ করেন একাডেমির দায়িত্ব প্রাপ্তরা। তার মাঝে যদি সামান্যতম সম্ভাবনার রসদও থাকে, তাহলে রেখে দেওয়া হয়। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাও চলে কাছের কোনো স্কুল-কলেজে।
একাডেমির সবচেয়ে বড় বিশেষত্ব এটিই। প্রতিভা থাকলে এখানে পথের দেখা মিলবেই। দারিদ্র বা অন্য কোনো পারিপার্শ্বিকতা হয়ে দাঁড়ায় না বাধার দেয়াল।
ইয়াসিন পিয়াস জানালেন, তাদের চাওয়া, একটি প্রতিভাও যেন ঝরে না পড়ে। চাটখিল ক্রিকেট একাডেমি গড়া হয়েছে স্বপ্নাতুর ক্রিকেটারদের পরিচর্যায় সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য। দেশে অসংখ্য ক্রিকেট প্রতিভা আছে, যাদের উপযুক্ত পরিচর্যার অভাবে ও সঠিক সময়ে খুঁজে বের করা যায় না বলে ঝরে পড়ে। আমরা চাই, সংখ্যাটি কমে আসুক।
আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে করুন!