সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ ৭০/৩ (১ম ইনিংস)
মুমিনুল হক ৩২*, সাদমান ইসলাম ২৩, নাজমুল শান্ত ২, মুশফিকুর রহিম ১*, সাইফ হাসান ০;
মুজারাবানি ২/৫।
হারারে তে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান মুমিনুল হক। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেট হারায় টাইগাররা। এর মধ্যে রান করেছে ৭০। বর্তমানে মাঠে ব্যাটিং করছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ওভারের ৫ম বলে ওপেনার সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন সাইফ। মুজারাবানি আউট করেছেন নাজমুলকেও।
মাত্র ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। পরে অধিনায়ক মুমিনুল, সাদমান ইসলামকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ।
সাদমান ও মুমিনুলের ৬০ রানের পার্টনারশিপের শেষ হয় সাদমানের ভুলে। রিচার্ড গারাভার বলে স্লিপে থাকা ব্রেন্ডন টেলরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬৪ বলে ২৩ রান করে সাজঘরের পথ ধরেন সাদমান। ৬৮ রানের সময় ৩ উইকেট হারায় বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৩ ওভারে ৭০ রান (৩ উইকেটে)। মুমিনুল ও মুশফিক যথাক্রমে ৫২ বলে ৩২ রান এবং ১৪ বলে ১ রান নিয়ে অপরাজিত আছেন।