দুই দফা বৃষ্টির কারণে ১৬ ওভারে ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। সৌম্য সরকার ২৫ বলে হাফ সেঞ্চুরি ও ৩৮ রান করলেও জয়ের দেখা পায় নি বাংলাদেশ।
তাই তিন ম্যাচ T20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৮ রানে হারতে হলো টাইগারদের। ১৭০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথমেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। তারপর নাঈম কে সাথে নিয়ে সৌম্য সরকার দুর্দান্ত গতিতে এগিয়ে চলেন।
৫১ রানে সৌম্যের বিদায়ের পর নাঈম ও ফেরেন ৩৮ (৩৫) রান করে। অধিনায়ক মাহমুদুল্লাহ করেন ১২ বলে ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৭৩/৫ (ওভার-১৭.৫) (ফিলিপস ৫৮*, মিচেল ৩৪*, মেহেদী ২/৪৫)
বাংলাদেশ: ১৪২/৭ (ওভার-১৬) (সৌম্য সরকার ৫১, নাঈম ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ২১, সাউদি ২/২১, বেনেট ২/৩১, মিলনে ২/৩৪)
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com