টাইগাররা

টাইগারদের চারদিনের রাজত্ব শেষ দিনে কেড়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম চারদিন রাজত্ব করেছিল বাংলাদেশ শেষ দিন পঞ্চম দিনে হারাতে পারেনি টাইগাররা ।  অভিষেক টেস্টে মায়ার্সের  ডাবল সেঞ্চুরিতে লজ্জাজনক হার এড়াতে পারেনি টাইগাররা। ক্যারিবিয়ানরা ৩ উইকেটে জয় লাভ করে।

পাঁচ দিনের টেস্ট ম্যাচে প্রথম চারদিন বাংলাদেশ খুব ভালো অবস্থানে ছিল। কিন্তু দুই অভিষিক্ত ব্যাটসম্যান মায়ার্স এবং বোনারের ২১৬ রানের বড় পার্টনারশিপ-ই টাইগারদের হারের কারণ হয়ে দাঁড়ায়।

টাইগাররা

প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ও সাদমান-সাকিবের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে ৪৩০ রান। জবাবে ক্যারিবিয়ানরা ব্যাটিং করতে নেমে ২৫৯ রানে অল-আউট হয়।

দ্বিতীয় ইনিংসে  অধিনায়ক মমিনুলের সেঞ্চুরি ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে টাইগাররা ২২৩ রান করে ইনিংস ঘোষণা করে। সাকিব আল হাসান ইঞ্জরির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-বোলিং করতে পারেন নি। মমিনুল হক মনে করেন সাকিব আল হাসান মাঠে থাকলে বোলিং আরো গোছানো হতো।

দুই ইনিংস মিলিয়ে মেহেদী হাসান মিরাজ ৮ উইকেট নেন।

টস: বাংলাদেশ

বাংলাদেশ: ৪৩০/৭ (১ম ইনিংস)

তামিম ৯, নাঈম ২৪, শান্ত ২৫, মুমিনুল ২৬, মুশফিক ৩৮, লিটন ৩৮, সাদমান ৫৯, সাকিব ৬৮, মিরাজ ১০৩।

গ্যাব্রিয়েল ১/৬৯, রোচ ১/৬০ বনার ১/১৬, কর্নওয়াল ২/১১৪, ওয়ারিকান ৪/১৩৩।

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯/১০ (৯৬.১-ওভার)

 জসুয়া ১২*, বনার ১৭, মেয়ার্স ৪০,  জসুয়া ৪২, ব্ল্যাকউড ৬৮, ব্রাথওয়েট ৭৬।

তাইজুল ২/৮৪, নাঈম ২/৫৪, মুস্তাফিজ ২/৪৬, মিরাজ ৪/৫৮।

বাংলাদেশ: ২২৩/৮ (৬৭.৫ ওভার-ইনিংস ঘোষণা)

মুশফিক ১৮, লিটন ৬৯, মুমিনুল ১১৫।

গ্যাব্রিয়েল ২/৩৭, কর্নওয়াল ৩/৮১, ওয়ারিকান ৩/৫৭।

ওয়েস্ট ইন্ডিজ: ৩৯৫/৭ (৯৭-ওভার)

ব্রাথওয়েট ২০, ক্যাম্পবেল ২৩, বনার ৮৬,মেয়ার্স ২১০*।

তাইজুল ২/৯১, মিরাজ ৪/১১৩।

ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয় লাভ করে।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top