স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং পেয়ে দারুন শুরু করে বাংলাদেশ। তামিম ইকবালের ব্যাটিংয়ে আগাতে থাকে বাংলাদেশ। তবে তামিমের ইনিংস খুব বেশীক্ষণ স্থায়ী হয়নি। ৬৭ বলের বিপরীতে ৪৭ রান করে সাজঘরে ফিরে এই বাঁহাতি ওপেনার।
তামিম ফেরার পরে ছন্দ হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় আশা দেখালেও খুব দ্রুতই সাজঘরে ফিরে। সাকিব আল হাসানও তেমন সুবিধা করতে পারেননি। মাত্র ৮ রান করে বিদায় নেয় এই বিশ্ব সেরা অলরাউন্ডার।
শান্ত, বিজয়, সাকিবের বিদায়ের পর দলকে টানতে শুরু করে লিটন দাস। হাফ সেঞ্চুরি করে লিটন দাস আউট হলে ২০০ রান পার করেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। এবাদত ২১ ও শরিফুল ২৬ রান করে তাদের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে। শেষ পর্যন্ত ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশের ২৩৪ রানের বিপক্ষে ব্যাটে নেমে অসাধারণ শুরু করে দুই অপেনার। শুরু থেকেই মারকুটে ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশের বোলারদের চাপে রেখেছে ক্যাম্পবেল। দ্বিতীয় ওভারে এলবিডব্লিউ-তে আউট হলেও রিভিউ নিয়ে বেঁচে যান। প্রথম দিনে শূন্য উইকেটে ৬৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ৫ টি চারে ৩২ রান করেন ক্যাম্পবেল এবং ব্র্যাথয়েটের সংগ্রহে রয়েছে ৩০ রান।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ – ২৩৪/৯ (৬৪.২)
লিটন ৫৩ (৭০)
তামিম ৪৬ (৬৭)
শরিফুল ২৬ (১৭)
জোসেফ ৩/৫০
সিলস ৩/৫৩
ওয়েস্ট ইন্ডিজ – ৬৭/০
ক্যাম্পবেল* ৩২ (৪১)
ব্র্যাথয়েট* ৩০ (৫৫)