পেলের সাথে ম্যারাডোনার তুলনা ফুটবলবিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু । মেসি নাকি রোনালদোর কে বিশ্বসেরা, সেটা একযুগ ধরে বেশ আলোচনা চলছে। কিন্তু ফুটবল ইতিহাসের সেরা কে? পেলে নাকি ডিয়াগো ম্যারাডোনা – সেই আলোচনার যেন কোনো সময়–সীমানার শেষ নেই! দুজনেই যে সেরাদের সেরা।
আর্জেন্টাইন কিংবদন্তির চিরবিদায়ে ব্রাজিলিয়ান কিংবদন্তির অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। পেলে বলেছেন, ‘বড় দুঃখের সংবাদ, আমি একজন প্রিয় বন্ধুকে হারালাম।’
ফুটবল বিশ্ব যে হারাল একজন কিংবদন্তিকে, সেটাও মনে করিয়ে দিতে চান পেলে। শোকার্ত পরিবারের জন্য মনোবল ফিরে পাবার প্রার্থনা করছেন তিনি। এবং সবশেষে বলেছেন, ‘আশা করি একদিন আমরা স্বর্গে একসাথে ফুটবল খেলব।’
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন ডিয়াগো ম্যারাডোনা। তার মৃত্যুতে সারা বিশ্বে নেমেছে শোকের কালো ছায়া।
ডিয়াগো ম্যারাডোনা একবার তার প্রিয়বন্ধু পেলেকে নিয়ে বলেছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে পেলে অবশ্যই সেরা, তবে তিনি বোঝেন না কীভাবে ফুটবল থেকে সুবিধা আদায় করে নিতে হয়। আমার মনে হয় আমরা একসাথে আরো অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমরা আসলেই তো আলাদা। সমস্যা হচ্ছে, আমরা অনেক বেশি ঝগড়া করি। আসল সমস্যা হচ্ছে সে আমাকে ভয় পায় যে, আমি তার সব অর্জন কেড়ে নেবো। আসলে আমি তা কোনোদিন ও ভাবি নি। নাম্বার ওয়ান, সেরাদের সেরা, মানুষদের এসব বলতে দিন এবং অন্তর থেকে তারা বিষয়টা অনুভব করুক।’
আর পড়ুন-