তৃতীয় দিনের শুরুতে আবারও ক্যারিবিয়ানদের চাপে ফেললো টাইগাররা। মধ্যাহ্ন বিরতির আগেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেটে ৭৫ রান নিয়ে.৩৫৫ রানে পিছিয়ে থেকে ২য় দিন মাঠ ছেড়ে ছিল তারা।
তৃতীয় দিনের প্রথম ওভারের প্রথম বলেই তাইজুল ইসলামের ফাঁদে পড়েন এনক্রুমাহ বনার। নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর মেয়ার্স ও ব্রাথওয়েটের ৬৮ বলে ৫৫ রানের জুটি ভাঙ্গেন নাঈম হাসান। ক্যারিবিয়ান অধিনায়ক ১১১ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন।
তারপর ভালোই চালিয়ে খেলছিলেন মেয়ার্স। কিন্তু ২য় দিনের নায়ক মিরাজের প্রথম বলেই আউট হন তিনি। বিদায়ের আগে ৬৫ বলে ৪০ করেন তিনি।
বিরতির আগে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রান। এখনো ২৪১ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মাঠে আছেন- ব্ল্যাকউড ও জসুয়া ডি সিলভা।
পুরনো চোটের কারণে এখনো মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর দেখতে এখানে ক্লিক করুন-
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com