নারকেল তেল মুখে দিলে কি হয় রূপচর্চার এই বিষয় টা আমরা একটু হলেও জানি। চুলের যত্নে নারকেল তেল সবচেয়ে উপকারী একথা সবাই জানেন। কিন্তু এই নারকেল তেল আপনার ত্বকের জন্য কতটা উপকারী তা জানেন কি?
সকল ধরনের অর্গানিক ফুড কিনুন আমাদের শপ থেকে!
সুন্দর ত্বক হলো সবচেয়ে সেরা মেকআপ। আর এই ত্বককে উজ্জ্বল করতে আমরা চেষ্টার কোন ত্রুটি করি না। ত্বকের যত্নের ব্যাপারে নারকেল তেলের বিকল্প নেই। নারকেল তেল আপনার ত্বকের যত্নে কি কাজ করে ভাবছেন তো?
আসলে নারকেল তেল চুলের জন্য যতটা , ঠিক তেমনি ত্বকের জন্যও ততটাই উপকারী। ত্বকের সুস্থতা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আস্থা রাখতে পারেন নারকেল তেলে।
তাহলে জেনে নিন নারকেল তেল মুখে দিলে কি হয় এবং তা কিভাবে মুখে ব্যবহার করতে হবে।
Table of Contents
★ ক্লিনজারের কাজ করে
সিকি কাপ নারকেল তেল এবং সিকি কাপ বাটার এক সাথে মিশিয়ে একটি পাত্রে আঁচে বসিয়ে দিন । আঁচ থেকে নামিয়ে এর সাথে পরিমান মতো মধু মিশিয়ে নিন। মিশ্রন টি ত্বকের উপর ভালো ভাবে লাগিয়ে নিয়ে আধাঘন্টা অপেক্ষা করুন। এর পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মিশ্রন টি ক্লিনজারের মতো কাজ করে।
>> প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় – ৪১ ফেয়ারনেস টিপস
★ ব্লাকহেডসের সমস্যা দূর করে
এক টেবিল চামচ নারকেল তেল এবং এক চা চামচ বেকিং সোডা এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পর ব্লাকহেডসের ওপর পেস্ট টি লাগিয়ে হালকা ভাবে দশ মিনিট ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্লাকহেডসের সমস্যা দূর করতে পেস্ট টি সপ্তাহে দুই বার ব্যবহার করুন। হেলদি অর্গানিক নারিকেল তেল কিনুন আমাদের শপ থেকে!
★ ব্রণ সমস্যা দূর করে
এক্ষেত্রে এক চা চামচ নারকেল তেল এবং এক চা চামচ দারুচিনি গুড়া এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পর তৈরি পেস্ট ব্রণের ওপর পুরো করে লাগিয়ে দিয়ে আধাঘন্টা অপেক্ষা করুন। আধাঘন্টা পর মুখ ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা দূর করতে সপ্তাহে তিন দিন করুন। কারন দারুচিনি আর নারকেল তেল দুটি উপাদানে এ্যান্টি-ব্যাক্টেরিয়াল থাকে ফলে ব্রণ সারতে সাহায্য করে।
>> দ্রুত ব্রণের দাগ দূর করার উপায় | বাছাইকৃত ১০ টিপস!
★ নারকেল তেল মুখে দিলে কি হয়
নারকেল তেল ত্বকের জন্য কার্যকরী ভূমিকা পালন করে। নিয়মিত নারকেল তেল ত্বকে ব্যবহার করলে ত্বকের ক্ষতিকর ব্যাক্টেরিয়া দূর করে ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে। মুখে জমে যাওয়া ধুলো ময়লা ভেতর থেকে পরিস্কার করে ও ত্বকের মরা কোষ দূরে সরিয়ে এবং রোমছিদ্র পরিস্কার করে ত্বক কে উজ্জ্বল এবং প্রানবন্ত করে তোলে।
এমনকি ত্বকের জ্বালা পোড়া দূর করতেও নারকেল তেল যথেষ্ট কার্যকর ভুমিকা পালন করে।
শুষ্ক ত্বকের জন্য নারকেল তেলের মতো ভালো ময়েশ্চারাইজার আর নেই।
>> ক্যাস্টর অয়েল মুখে ব্যবহারের নিয়ম ও এর গুণাগুণ সমূহ জেনে নিন!
নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে নিজেই বুঝতে পারবেন নারকেল তেল মুখে দিলে কি হয়। নারকেল তেল ত্বকে ব্যাক্টেরিযার সংক্রমণ হতে প্রতিরোধ করে।
সুতরাং জানলেন তো, নারকেল তেল মুখে দিলে কি হয় এবং নারকেল তেলের গুনাগুন কতটা বেশি। সুতরাং দেরি না করে আজ থেকেই শুরু করেন ত্বকের যত্নে নারকেল তেলের ব্যবহার।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com