হাইলাইটস
⊙ টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
⊙ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হেগলি ওভালে ছিল সুবজ পিচ
⊙ প্রথম দিনে সংক্ষিপ্ত স্কোর NZ ৩৪৯/১ (৯০)
প্রথম ম্যাচের হারের পর ঘুরে দাড়িয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম করেছেন ১৮৬ রান এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ডেভন কোনয়ে। এবং উইল আউট হয়েছেন ৫৪ রানে। এতে একদিনেই কিউরা মোট সংগ্রহ করেছে ৩৪৯ রান মাত্র এক উইকেট হারিয়ে।
উইলিয়াম কেনের অনুপস্থিতিতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন টম লাথাম। টানা ষষ্ঠ বারের মতো টসে হারলেন তিনি। টসে হেরে ব্যাটে নামতে হয় হেগলি ওভালের সুব পিচে।
বাংলাদেশ প্রথম ম্যাচে সারা বিশ্বকে চমকে দিয়েছে টেস্টের নবমে থাকা টিম হয়েও দ্বিতীয় অবস্থানের নিউজিল্যান্ডকে হারিয়ে। যেখানে নিউজিল্যান্ড তাদের নিজের পিচে গত ১৭ ম্যাচে একটাও হারেনি।
লাথাম ৯০ ওভার খেলে ২৮ টি চার মেরে কেবল বাউন্ডারি থেকেই সংগ্রহ করেছে ১১২ রান। ৬৫ বলে হাফ সেঞ্চুরি, ১৩৩ বলে সেঞ্চুরি এবং ১৯৯ বলে ১৫০ করার মাধ্যমে প্রথম ১৫০ – এর দেয়াল টপকায় লাথাম।
ইয়ং এর সাথে পার্টনারশিপ সেঞ্চুরিতে ৭০ একাই করেন লাথাম এবং কোনয়ের সাথে সেঞ্চুরির পার্টনারশিপে করেন ৫৭ রান।
প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ইবাদত হোসেনও এই ইনিংসে খুব একটা সুবিধা করতে পারছেন না। ২১ ওভার করে রান দিয়েছেন ১১৪। তুলনামূলক ভালো বোলিং করেছে শরিফুল ইসলাম। ১৮ ওভার করে মেডিন দিয়েছেন ৬ ওভার এবং রান দিয়েছেন ৫০।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com