নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। ১০ মার্চ (বুধবার) আনুষ্ঠানিকভাবে এটি জানায় এনজেডসি।
তবে দলে নেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বাম হাতের কনুইয়ের পুরানো ইঞ্জরির কারণে টাইগারদের বিপক্ষে খেলবেন না তিনি। তাই নিউজিল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন টম লাথাম।
নিউজিল্যান্ডের হয়ে দলে অভিষেক হতে যাচ্ছে নতুন ৩ ক্রিকেটারের। সব ঠিকঠাক থাকলে এই সিরিজেই মাঠে দেখা যেতে পারে উইল ইয়ং, ডেইরি মিচেল এবং ডেভন কনওয়ে কে।
বাংলাদেশের বিপক্ষে ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে খেলতে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। ২৩ ও ২৬ মার্চ হবে তিন ম্যাচ সিরিজের বাকি ২ ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষ হলেই শুরু হবে টি-২০ সিরিজ।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
নিউজিল্যান্ডের দল: ১) টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ২) ট্রেন্ট বোল্ট, ৩) ডেভন কনওয়ে, ৪) মার্টিন গাপটিল, ৫) ম্যাট হেনরি, ৬) কাইল জেমিসন, ৭) ডেইরি মিচেল, ৮) জিমি নিশাম, ৯) হেনরি নিকোলস, ১০) মিচেল স্যান্টনার, ১১) টিম সাউদি, ১২) রস টেলর ও ১৩) উইল ইয়ং। আরো পড়ুনঃ এপ্রিলে নিশ্চিত শ্রীলঙ্কা সফর । দুই টেস্ট হবে একই ভেন্যুতে!