পাকিস্তান সুপার লীগ

পাকিস্তান সুপার লীগ (পিএসএল) সপ্তম আসরের সব খবর!

আগামী ২৭ জানুয়ারি থেকে করাচি কিংস বনাম বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। এবারের আসরেও রয়েছে মোট ৬টি দল। 

দলগুলো হলো : মুলতান সুলতান্স, পেশাওয়ার জালমি, করাচি কিংস, কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স, ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স। টুর্নামেন্টে প্লে-অফ সহ মোট ম্যাচের সংখ্যা ৩৪, এবারের আসরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানে। যার মধ্যে ১৫টি ম্যাচ হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এবং ফাইনালসহ বাকি ১৯ ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 

পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন হলো মুলতান সুলতান্স। দেশি ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ভালোই দল গড়েছে মুলতান সুলতান্স। দলটির ক্যাপ্টেনের দায়িত্বে আছেন পাকিস্তান জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। 

দলটির প্রধান কোচ হিসেবে আছেন সাবেক জিম্বাবুয়েন অ্যান্ডি ফ্লাওয়ার এবং সহকারী ও ফাস্ট বোলিং কোচ হিসেবে আছেন বাংলাদেশ দলের সদ্য সাবেক বোলিং কোচ ওটিস গিবসন। পিএসএলের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো মুলতান সুলতান্স ফাইনালে উঠে এবং সেবারই পেশাওয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে দলটি। 

মুলতান সুলতান্স স্কোয়াড: 

দেশি খেলোয়াড়: মোহাম্মদ রিজওয়ান (ক্যাপ্টেন), শাহনেওয়াজ দাহনি, শোয়াইব মাকসুদ, শান মাসুদ, খুশদিল শাহ, রুম্মান রাইস, আনওয়ার আলি, আসিফ আফ্রিদি,  ইমরান খান, আব্বাস আফ্রিদি, আমের আজমাত, ইহসানুল্লাহ, রিজওয়ান হুসাইন।

বিদেশি খেলোয়াড়: ইমরান তাহির (সাউথ আফ্রিকা), রাইলি রুশো (সাউথ আফ্রিকা), টিম ডেভিড (সিঙ্গাপুর), ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে), রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড উইলে (ইংল্যান্ড), ডমিনিক ড্রেক্স (ওয়েস্ট ইন্ডিজ)।

পিএসএলের সবথেকে সফলতম দল হলো ইসলামাবাদ ইউনাইটেড। প্রথম ও তৃতীয় আসরের শিরোপা জয়ী এই দলেও রয়েছে নামি-দামি অনেক খেলোয়াড়। ইসলামাবাদ ইউনাইটেডের বর্তমান ক্যাপ্টেন হিসেবে রয়েছেন পাকিস্তান জাতীয় দলের অলরাউন্ডার শাদাব খান। দলের প্রধান কোচ হিসেবে আছেন আজহার মাহমুদ এবং সহকারী কোচের দায়িত্বে আছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক স্পিন বোলার সাইদ আজমাল।

ইসলামাবাদ ইউনাইটেড স্কোয়াড:

দেশি খেলোয়াড়: শাদাব খান (ক্যাপ্টেন), আজম খান, আসিফ আলি, হাসান আলি, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ আখলাক, দানিশ আজিজ, জাফার গোহার, মুবাসির খান, জিশান জামির, আতহার মাহমুদ, মুহাম্মদ মুসা, মোহাম্মদ হুরায়রা।

বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), কলিন মুনরো (নিউজিল্যান্ড), রাহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), মার্চেন্ট ডি লাং (সাউথ আফ্রিকা)।

এবারকার পিএসএলের সপ্তম আসরের শিরোপার অন্যতম দাবিদার হলো করাচি কিংস। করাচি কিংস ২০২০ -এ পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্সকে হারিয়ে প্রথম বার শিরোপা ঘরে তুলেছিল। দলটির বর্তমান অধিনায়ক হলেন পাকিস্তান জাতীয় দলের ক্যাপ্টেন বাবর আজম। করাচি কিংসের কোচের দায়িত্বে আছেন ইংলিশ কোচ পিটার মুরস।

করাচি কিংস স্কোয়াড: 

দেশি খেলোয়াড়: বাবর আজম (ক্যাপ্টেন), মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, আমের ইয়ামিন, শারজিল খান, মোহাম্মদ ইলিয়াস, উমেইদ আসিফ, রোহাইল নাজির, মোহাম্মদ ইমরান, কাসিম আকরাম, তালহা আহসান, মোহাম্মদ তাহা, সাহিবজাদা ফারহান। 

বিদেশি খেলোয়াড়: জো ক্লার্ক (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), জর্ডান থমসন (ইংল্যান্ড), ইয়ান ককবেইন (ইংল্যান্ড)। 

পিএসএলে একবার শিরোপা জয়ী আরেক দল হলো পেশাওয়ার জালমি। পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরেই শিরোপার দেখা পায় পেশাওয়ার জালমি। সেই বার ফাইনালে কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্সকে ৫৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। 

বর্তমানে পেশাওয়ার জালমির অধিনায়কের দায়িত্বে আছেন ওয়াহাব রিয়াজ। পেশাওয়ার জালমির প্রধান কোচ হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ড্যারেন সামি এবং ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইনজিমাম উল হক।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

পেশাওয়ার জালমি স্কোয়াড: 

দেশি খেলোয়াড়: ওয়াহাব রিয়াজ (ক্যাপ্টেন), শোয়েব মালিক, কামরান আকমাল, হায়দার আলী, হুসেইন তালাত, উসমান কাদির, সালমান ইরশাদ, আরশাদ ইকবাল, সামিন গুল, মোহাম্মদ আমির খান, সিরাজ উদ্দিন, মোহাম্মদ হারিস, মোহাম্মদ উমার, সোহাইল খান।

বিদেশি খেলোয়াড়: লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), টম কোহলার ক্যাডমোর (ইংল্যান্ড), শারফ্রেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), সাকিব মাহমুদ (ইংল্যান্ড), হাজরাতুল্লাহ জাজাই (আফগানিস্তান), বেন কাটিং (অস্ট্রেলিয়া), ম্যাথিউ উইলিয়াম পার্কিংসন (ইংল্যান্ড), প্যাট্রিক রাইস ব্রাউন (ইংল্যান্ড)। 

পিএসএলের সপ্তম আসরের আরেক ফেভারিট দল হলো কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স। পিএসএলে এখন পর্যন্ত কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স ৩ বার ফাইনালে উঠলেও, দলটি শিরোপার দেখা পেয়েছে শুধুমাত্র ১ বার। তৃতীয় আসরের ফাইনালে পেশাওয়ার জালমিকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল কোয়েট্টা। 

পিএসএলের প্রথম আসর থেকে এখন পর্যন্ত সারফারাজ আহমেদই দলটির অধিনায়কত্বের দায়িত্বে আছেন। কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্সের প্রধান কোচ হলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ মঈন খান। 

কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স স্কোয়াড:

দেশি খেলোয়াড়: সারফারাজ আহমেদ (ক্যাপ্টেন), শাহিদ আফ্রিদি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, উমার আকমাল, সোহেল তানভির, খুররাম শাহজাদ, আব্দুল বাংগালজাই, নূর আহমেদ, আশির কুরেশি, আহসান আলি, আলি ইমরান, গুলাম মুদাসসার৷ 

বিদেশি খেলোয়াড়: জেমস ভিন্স (ইংল্যান্ড), জেসন রয় (ইংল্যান্ড), জেমস ফকনার (অস্ট্রেলিয়া), বেন ডাকেট (ইংল্যান্ড), লুক উড (ইংল্যান্ড), উইল স্মিড (ইংল্যান্ড), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), ড্যান লরেন্স (ইংল্যান্ড)। 

পিএসএলে এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া একমাত্র দল হলো লাহোর কালান্দার্স। পিএসএলে ছয় আসরে অংশগ্রহণ করলেও, এখনো শিরোপা ছোঁয়া হয়নি লাহোরের দলটির। পিএসএলের পঞ্চম আসরে দুর্দান্ত খেলে সেইবার ফাইনালে গিয়েছিল লাহোর। কিন্তু ফাইনালে করাচি কিংসের কাছে ৫ উইকেটে হেরে শিরোপার স্বপ্ন অধরাই রয়ে যায় দলটির। 

তাই পিএসএলের সপ্তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আসর শুরু করতে যাচ্ছে লাহোর কালান্দার্স। কিছুদিন আগেই লাহোর কালান্দার্স তাদের নতুন অধিনায়ক হিসেবে পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে। এর আগে দলটির অধিনায়ক হিসেবে ছিলেন সোহাইল আকতার। দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আকিব জাবেদ।

লাহোর কালান্দার্স স্কোয়াড: 

দেশি খেলোয়াড়: শাহিন শাহ আফ্রিদি (ক্যাপ্টেন), সোহাইল আকতার, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, আহমেদ দানিয়াল, জিশান আশরাফ, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, কামরান গুলাম, জামান খান, মাজ খান, সাঈদ ফারিদন, মোহাম্মদ ইমরান, আকিফ জাবেদ।

বিদেশি খেলোয়াড়: রাশিদ খান (আফগানিস্তান), ডেভিড উইসে (নামিবিয়া), ফিলিপ ডিন সল্ট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), ডিন ফোক্সক্রফট (সাউথ আফ্রিকা), সামিত প্যাটেল (ইংল্যান্ড), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া) ম্যাট্টি পোটস (ইংল্যান্ড)। 

পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর শুরু হবে আগামী ২৭ জানুয়ারি ২০২২ এবং আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মাসের ২৭ তারিখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top