পাহাড়সম সংগ্রহ ইন্ডিয়ার

ঝড়ো ব্যাটিংয়ে পাহাড়সম সংগ্রহ ইন্ডিয়ার!

এশিয়া কাপের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আর মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ও হংকং। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় হংকং। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে অসাধারণ শুরু করে ইন্ডিয়া। রাহুল ও রোহিত শর্মার অসাধারণ ব্যাটিংয়ে প্রথম থেকেই চাপে ছিল হংকংয়ের বোলাররা। রাহুলের তুলনায় রোহিত শর্মা ছিল বেশী আগ্রাসী ভূমিকায়।

সেজন্য তাকে সাজঘরেও ফিরতে হয় আগে। হংকংয়ের তরুন বোলার আয়ুশ শুক্লার বলে উড়িয়ে মারতে গিয়ে আইজাজ খানের হাত বন্দি হয় রোহিত শর্মা। ১৩ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেয় রোহিত। 

রোহিতের পর রাহুলকে সঙ্গ দিতে মাঠে নামে কোহলি। বহুদিন অফ ফর্মে থাকা কোহলি জ্বলে উঠে হংকংয়ের বিপক্ষে। খুব একটা বাউন্ডারির দেখা না পেলেও রান তুলে যাচ্ছিলেন কোহলি। 

কোহলি আর রাহুলের অসাধারণ জুটি ভাঙেন মুহাম্মদ গাজানফার। ৩৯ বলে ৩৬ রান করে গাজানফারের বলে স্কট ম্যাকেচনির হাত বন্দি হয়ে সাজঘরে ফিরে এই ওপেনার। 

এরপর দলকে পাহাড়সম সংগ্রামের দিকে নিয়ে যায় সূর্যকুমার যাদব। ঝড়ো ব্যাটিংয়ে চার-ছক্কায় হংকংয়ের বোলার দিশেহারা করে দেয় যাদব। তার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ইন্ডিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৯২ রান। ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত ছিল কোহলি। অপর প্রান্তে ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত ছিল সূর্যকুমার যাদব। 

বড় টার্গেট হলেও হংকং হাল ছাড়েনি। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারালে সাবধানী ব্যাটিং শুরু করে হংকং। ইন্ডিয়ার পক্ষে প্রথম উইকেট পায় আর্শদেব সিং। ৯ বলে ৯ রান করা ইয়াসিম মূর্জাতাকে সাজঘরে ফিরানোর মাধ্যমে প্রথম উইকেট পায় ইন্ডিয়া। এরপরে ১২ বলে ১০ রান করে সাজঘরে ফিরে আরেক ওপেনার নিজাকাত খান।

তৃতীয় উইকেটে ভালো ইনিংস উপহার দেয় বাবর হায়াত। ৩৫ বলে ৪১ রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নেয় হায়াত। হায়াতের সঙ্গী কিঞ্চিত শাহও খেলেছেন সুন্দর ইনিংস। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান। ৪০ রানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়ে হংকং। 

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

সংক্ষিপ্ত স্কোর 

ইন্ডিয়া – ১৯২/২ (২০)

সূর্যকুমার যাদব ৬৮

বিরাট কোহলি ৫৯

লোকেশ রাহুল ৩৬

মুহাম্মদ গাজানফার ১/১৯ 

আয়ুশ শুক্লা ১/২৯

হংকং – ১৫২/৫ (২০) 

বাবর হায়াত ৪১

কিঞ্চিত শাহ ৩০ 

জিসান আলী ২৬ 

আর্শদেব সিং ১/৪৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top