পাল্লেকেলেতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে খানিকটা এগিয়ে রয়েছে শ্রীলংকা। প্রথম দিনে বাংলাদেশী বোলারদের ভালোই সামলেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। দিনশেষে ১ উইকেটে ২৯১ রান নিতে সক্ষম হয় তারা। ওপেনার থিরিমান্নে ১৩১ রান ও ওশাদা ফার্নান্দো ৪০ রান করে অপরাজিত রয়েছেন।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে রেখেছিলেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও থিরামান্নে। এর মধ্যে বাংলাদেশী ফিল্ডাররা বেশ কিছু ভুল করে। তবে তৃতীয় সেশনের শুরুতেই করুনারত্নেকে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন শরিফুল ইসলাম। প্রথম দিনে এই এক উইকেটই টাইগারদের প্রাপ্তি।
তৃতীয় সেশন নিজেদের করে নিয়েছিলেন দুই লঙ্কান ব্যাটসম্যান থিরিমান্নে ও ওশাদা ফার্নান্দো। ২৫২ বলে ১৪টি চারের সাহায্যে ১৩১ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছে থিরিমান্নে। আরেক ব্যাটমস্যান ফার্নান্দো ৯৮ বলে ৪০ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯০-ওভার ২৯১/১ (থিরিমান্নে ১৩১*, করুনারত্নে ১১৮, ওশাদা ৪০*; তাসকিন আহমেদ ৬৯/০, শরিফুল ইসলাম ৫২/১)
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com