বাংলাদেশে আয়োজিত সিরিজে আজ (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩.০০ মিনিটে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশের হয়ে নামেন বিপিএল এ নজর পড়া তরুন মুনিম শাহরিয়ার ও বাংলাদেশি মোহাম্মদ নাইম। দলীয় ৭ রানে নিজের নামের পাশে ১০ বলে ৪ রান যোগ করতেই মোহাম্মাদ নবির বলে ক্যাচ আউট হন মুনিম শাহরিয়ার। মুনিমের আউটের পর নামা লিটন দাস ও টিকতে পারেননি বেশিক্ষণ।
আজমাতুল্লাহর বলে ক্যাচ দিয়ে ঘরে ফেরেন ১০ বলে ১৩ রান করে। বাংলাদেশ দলীয় ২২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যায়। নাইম পরে ক্রিজ শেয়ার করেন সাকিব আল হাসানের সাথে।
দলীয় ৩৮ রানে রান আউট হন নাইম। আজমাতুল্লাহর বলে ক্যাচ আউট হন ১৫ বলে ৯ করা সাকিব। সাকিব আউট হলে মুশফিক ক্রিজ ভাগাভাগি করেন মাহামুদুল্লাহর সাথে। এ জুটি দীর্ঘ হয় দলীয় ৮৮ রান পর্যন্ত। দলীয় ৮৮ রানের মাথায় ব্যক্তিগত ১৪ বলে ২১ রানের মাথায় রশিদ খানের বলে লেগ বিফরে আউট হন মাহামুদুল্লাহ।
ক্রিকেট নিয়ে আরও পড়ুন…
একপাশে ক্রিজ আঁকড়ে পরে থাকা মুশফিক এবার সঙ্গী হিসেবে পান আস্থাবান আফিফ হাসানকে। কিন্তু এ জুটি কাটা পরে দলীয় ৯৯ রানের মাথায় ফারুকির বলে মুশফিকের ক্যাচ আউটে। ২৫ বলে ৩০ রান করে আউট হন মুশফিক। তারপরে ১ রান যোগ হতেই আউট হন মেহেদি হাসান ০ রান করে ফারুকির বলে । আফিফ আউট হন ৯ বলে ৭ রান করে। মুস্তাফিজুর করেন ৫ বলে ৬ রান। সবশেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান।
বোলিং এ আফগানের ফারুকি নেন ১৮ রানের বিনিময়ে ৩ টি উইকেট। আজমতুল্লাহ ৪ ওভার বল করে ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট। সাথে রশিদ খান আর নাবি নেন ১ টি করে উইকেট।
বাংলাদেশের দেয়া ১১৬ রানের টার্গেটে ওপেনিং এ নেমে দলীয় ৪ রানের মাথায় ৫ বল খেলে ৩ রান করে রহমানুল্লাহ গুরবাজ মাহামুদুল্লাহকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেহেদি হাসানের বলে। আরেক ওপেনার হাজমতুল্লাহ জাজাই অপরাজিত থাকেন ৪৫ বলে ৫৯ রান করেন। গুরবাজের আউটের পরে জাজাই জুটি গড়েন উসমান ঘানির সাথে। ১৫.১ ওভারে দলীয় ১০৩ রানে তাঁদের এ জুটি ভাঙ্গেন মাহামুদুল্লাহ ৪৮ বলে ৪৭ রান করা ঘানিকে লিটনের হাতে ক্যাচ দিয়ে।
বাকি ম্যাচ শেষ করে দলকে জিতিয়ে আনেন জাজাই ও দ্বারঈস রাসুলি। রাসুলি অপরাজিত থাকেন ৮ বলে ৯ রান করে।
বোলিং এ মেহেদি নেন ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট। মাহামুদুল্লাহ নেন ২ রান দিয়ে ১ উইকেট।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১১৫-৯ (২০)
মুনিম ৪(১০), মুশফিক ৩০(২৫), আফিফ ৭(৯), মাহামুদুল্লাহ ২১(১৪)
ফারুকি ৪-০-১৮-৩, রশিদ ৪-০-৩০-১, নাবি ৪-০-১৪-১, আজমতুল্লাহ ৪-০-২২-৩।
আফগানিস্তানঃ ১২১-২ (১৭.৪)
জাজাই ৫৯(৪৫), উসমান ৪৭(৪৮), রাসুলি ৯(৮)।
নাসুম ৩.৪-০-২৯-০, মেহেদি ৪-০-১৯-১, সাকিব ৩-০-৩২-০, মুস্তাফিজ ৩-০-১৩-০, মাহামুদুল্লাহ ১-০-২-১।
ফলাফলঃ আফগানিস্তান ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ আজমতুল্লাহ ওমারজায়।