বাংলাদেশের আফগান

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের আফগান পরীক্ষা!

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য ইতিমধ্যেই দুই ভাগে ঢাকা পৌঁছেছে আফগানিস্তানের টেস্ট দল। ৪ বছর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে দেশের মাটিতেই বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি রয়েছে আফগানিস্তানের।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে, হাসমাতুল্লাহ শহিদির অধীনে ১৫ সদস্যের টেস্ট দলে নেই দলের অভিজ্ঞ দুই মুখ মোহাম্মদ নবি ও রশিদ খান।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। সাকিব না থাকায় একমাত্র টেস্টে দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। 

যেখানে, বাংলাদেশের ১৫ সদস্যের দলে রয়েছে নতুন ডাক পাওয়া দুই তরুণ মুশফিক হাসান ও শাহাদাত হোসেন দিপু। স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান রাজা। 

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

আফগানিস্তান টেস্ট স্কোয়াড: হাসমাতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, আব্দুল মালিক, আফসার জাজাই, আমির হামজা, বাহির শাহ, ইব্রাহিম জাদরান, ইকরাম আলিখিল, ইজহারুল হক নাভিদ, করিম জানাত, মোহাম্মদ ইব্রাহিম, নাসির জামাল, নিজাত মাসুদ, ইয়ামিন আহমেদজাই, জাহির খান।

বাংলাদেশের বিপক্ষে মোট ১ টেস্ট, ৩ ওয়ানডে এবং ২ টি টোয়েন্টি খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের সাথে এর আগে ১১ ওয়ানডে দেখায় মাত্র ৪টি’তেই জয় পেয়েছে ল্যান্স ক্লুজনার শিষ্যরা। অপরদিকে, টি টোয়েন্টিতে সর্বমোট ৯ দেখায় ৬টি জয় রয়েছে নীল ও লাল জার্সি ধারীরা। 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আগামী ১৪-১৮ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট। এরপর, ঈদ উল আযহার জন্য মাঝে ছুটি দিয়ে সিরিজের অবশিষ্ট ম্যাচগুলো হবে আগামী ৫ জুলাই হতে।

সিরিজের ৩টি ওয়ানডে ম্যাচই হবে যথাক্রমে ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২ টায়। সবশেষে, ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের ২টি টি টোয়েন্টি। ম্যাচ দুইটিই মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ৩ টায়।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের জন্য ইতিমধ্যে ব্রডকাস্টিং চ্যানেলের নাম প্রকাশ করেছে বিসিবি। সবগুলো খেলায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম ক্রীড়া ভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস এবং গাজী টিভি। এছাড়াও সব খেলা দেখা যাবে রেবিটহোলের ইউটিউব চ্যানেলে।

সাকিব না থাকায় বাংলাদেশ দল কিছুটা চাপে থাকলেও তা নিয়ে মোটেও ভাবছেননা নতুন অধিনায়ক লিটন দাস। তবে, ম্যাচে সাকিবের ঘাটতি পূরণ করতে হলে ব্যাটিংয়ে মুশফিকুর রহিম এবং বোলিংয়ে তাইজুল ইসলামকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন জালাল ইউনুস। 

২০১৯ সালে স্বাগতিক বাংলাদেশকে টেস্টে হারানোর মূল কান্ডারী রশিদ খান এবার আফগানিস্তান দলে না থাকলেও আফগানদের ছোট করে দেখছেননা লিটন। যেখানে, দলে রশিদ খান না থাকলেও নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top