বাংলাদেশ ক্রিকেট বোর্ড – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন ওয়ানডে সিরিজের জার্সি নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট অসাধারণ একটি জার্সি ডিজাইন করেছে। কিন্তু জার্সিতে ‘বাংলাদেশ’ শব্দটি উল্লেখ না থাকার কারণে অনেক বিতর্ক সৃষ্টি হয়।
পরবর্তীতে বিসিবি অনেকটা বাধ্য হয়েই জার্সি ডিজাইন কিছুটা পরিবর্তন করে এবং এতে ‘বাংলাদেশ’ নামটি অন্তর্ভুক্ত করেছে।
বিসিবি গতকাল রাতে জার্সির ছবিটি প্রকাশ করেছিল। তারপর থেকেই সোসিয়াল মিডিয়া থেকে শুরু করে নানাভাবে বিতর্ক শুরু হয়।
নিচের ছবিতে দেখা যাচ্ছে যে এই সিরিজের স্পন্সর ‘বেক্সিমকো’ এর নাম জার্সির বুকে বড় করে লেখা এবং কিছুটা ছোট করে ‘আকাশ’ লেখা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অফিসিয়াল স্পন্সর হলো বেক্সিমকো। আকাশ হল বেক্সিমকোর একটি সহকারি প্রতিষ্ঠান।
বিতর্কের মূল বিষয় ছিল ‘বেক্সিমকো’ শব্দটি জার্সি তে বড় করে লেখা থাকলেও ‘বাংলাদেশ’ শব্দটি থাকবে না কেন? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এবং জার্সির ছবি প্রকাশের পরপরই শুরু হয় প্রতিবাদ মূলক ফেসবুক পোস্ট।
পরবর্তীতে একপ্রকার বাধ্য হয়েই ক্রিকেট বোর্ড জার্সিতে বাংলাদেশ শব্দটি যোগ করে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আকরাম খান এই ব্যাপারটি নিশ্চিত করেছেন।
আরো পড়তে পারেন- বাংলাদেশ ক্রিকেটের সর্বশেষ খবর