চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আশা জাগিয়ে যায় বাংলাদেশ। হেরে যাওয়ার পর টাইগারদের উপর রেগে গিয়ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বাংলাদেশ পরাজিত হওয়ার কারনে দলের ভুলগুলো চোখে পড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
বিসিবি সভাপতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট হারের পর কোচিং স্টাফ এবং অধিনায়কত্ব সহ অনেক জায়গায় পরিবর্তন করার আভাস দিয়েছেন। সেই সাথে টেস্ট ক্রিকেটের জন্য আলাদা দল গঠন করারও ইঙ্গিত দিয়েছিলেন।
১৫ ফেব্রুয়ারি (সোমবার) সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘একটা কথা বলি। হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের কষ্ট হয়, আমারও কষ্ট লাগে। কিন্তু একটা কথা মনে রাখবেন। আমার মূল্যায়ন- কালকে ছিল রাগের কথা। কিন্তু আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। কিছু একটা সমস্যা হয়েছে। এর একটা হল ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে দেখেছিলাম।’
হেরে যাবার পরও পজেটিবলি চিন্তা করছেন পাপন। তিনি আরো বলেন-
আমি মনে করি এটা একদিক দিয়ে ভালো হয়েছে। জিতে গেলে সব ভুলে যেতাম। আর কিছু হত না। সামনে মাইন্ডসেট ও কাজে পরিবর্তনের একটা সুযোগ হল। সেদিক থেকে আমি একদিক দিয়ে খুশি।’
টেস্ট দলে বড় পরিকল্পনা ও ফলাফল দেখতে চান বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘এখনকার পরিকল্পনা দীর্ঘমেয়াদী হতে হবে। সংক্ষিপ্ত সময়ের একটা পরিকল্পনায় আমি জিতে যেতে পারি। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভাবতে হবে। ওয়েস্ট ইন্ডিজের মত দলের আলাদা সেটআপ থাকলে বাংলাদেশের কেন থাকবে না? আমাদের টেস্টের জন্য একটা আলাদা দল তৈরি করতে হবে।’
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com