বৃষ্টির কারণে দুই দফা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ১৭.৫ ওভারে ১৭৩ রানের সময় বৃষ্টির বাধার কারনে শেষবার থামতে হয় নিউজিল্যান্ড কে।
আম্পায়ারদের সিদ্ধান্তে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ১৬ ওভারে ১৭০ রান। মাঠে আছে বাংলাদেশি দুই ওপেনার নাঈম ও লিটন।
নিউজিল্যান্ড একাদশ:
১) ফিন অ্যালেন, ২) মার্টিন গাপটিল, ৩) ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ৪) উইল ইয়ং, ৫) গ্লেন ফিলিপস, ৬) মার্ক চ্যাপম্যান, ৭) ড্যারিল মিচেল, ৮) টিম সাউদি (অধিনায়ক), ৯) ইশ সোধি, ১০) অ্যাডাম মিলনে ও ১১) হামিশ ব্যানেট।
বাংলাদেশ একাদশ:
১) লিটন দাস (উইকেটরক্ষক), ২) মোহাম্মদ নাইম, ৩) সৌম্য সরকার, ৪) মোহাম্মদ মিঠুন, ৫) মাহমুদউল্লাহ (অধিনায়ক), ৬) আফিফ হোসেন, ৭) মোহাম্মদ সাইফউদ্দিন, ৮) তাসকিন আহমেদ, ৯) শেখ মেহেদী, ১০) শরিফুল ইসলাম ও ১১) নাসুম আহমেদ।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com