ব্যাটিংয়ের সিদ্ধান্ত

হারারে টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ের একাদশ!

হারারে তে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান মুমিনুল হক।

হাঁটুর ইনজুরির কারণে এই ম্যাচে মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। তবে ১৬ মাস পর এই ম্যাচ দিয়ে টেস্টে ফিরেছেন মাহমুদউল্লাহ।

এই ম্যাচে পেস বোলিংয়ে তাসকিন আহমেদের সঙ্গে আছেন এবাদত হোসেন। জিম্বাবুয়ের নেতৃত্ব আছেন ব্র্যান্ডন টেলর।

বাংলাদেশ একাদশ-

১) মুমিনুল হক (অধিনায়ক), ২) সাদমান ইসলাম, ৩) সাইফ হাসান, ৪) নাজমুল হোসেন শান্ত, ৫) মুশফিকুর রহিম, ৬) সাকিব আল হাসান, ৭) লিটন দাস (উইকেটরক্ষক), ৮) মাহমুদউল্লাহ রিয়াদ, ৯) মেহেদী হাসান মিরাজ, ১০) তাসকিন আহমেদ ও ১১) এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ-

১) রেগিস চাকাভা, ২) রয় কাইয়া, ৩) তাকুডযানাশে কাইটানো, ৪) টিমিসেন মারুমা, ৫) ব্লেসিং মুজারাবানি, ৬) ডইন মায়ার্স, ৭) ভিক্টর নায়াউচি, ৮) মিল্টন শুম্বা, ৯) রিচার্ড নাগারাভা, ১০) ব্রেন্ডন টেলর ও ১১) ডোনাল্ট তিরিপানো।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top