ব্রাজিল বনাম গিনি : স্পেনের আরসিডিই স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। গিনির বিপক্ষে প্রথমবার মুখোমুখি হতে যাওয়া ব্রাজিল দলে ছিল না নেইমার, রাফিনহা, মার্টিনেল্লিদের মতো তারকারা।
তারপরও ৪-৩-৩ ফর্মেশনে মার্কুইনোসের অধীনে ক্যাসেমিরো, পাকেতা, রদ্রিগো, ভিনসিয়াসদের নিয়ে একটি শক্তিশালী একাদশ সাজান কোচ রামোন মেনেজেস।
গিনির বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই এগিয়ে ছিল ব্রাজিলিয়ানরা। বল দখলে নিয়ে আক্রমণ চালাতে থাকলে ম্যাচের ২৭ মিনিটের মাথায় দলের নতুন মুখ হোয়েলিন্টনের গোলে এগিয়ে যায় সেলেসাওরা। এই গোলের রেশ কাটতে না কাটতেই এর ৩ মিনিটের মাথায় অর্থাৎ, ম্যাচের ৩০ মিনিটে কালো জার্সি ধারীদের পক্ষে লিড ২-০ করেন তরুণ রদ্রিগো।
২-০ গোলে পিছিয়ে পড়া গিনিও আক্রমণে তৎপর হয়ে উঠে। যার ফলস্বরূপ ৩৬ মিনিটেই ইস্সিয়াগা সিল্লার এ্যাসিস্টে ম্যাচে গিনির হয়ে প্রথম গোল করেন সেহরোও গুইরাস্সি। এরপর, আর বড় কোনো সুযোগ তৈরি করতে না পারলে প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে যেতে হয় আফ্রিকান দলটির।
দ্বিতীয়ার্ধে এসে গিনির রক্ষণভাগে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিলিয়ান প্লেয়াররা৷ দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই ৪৭ মিনিটে লুকাস পাকেতার ক্রসে গোল করেন মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতাও।
এরপর দুই দলেরই আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। কিন্তু, কোনো দলই আর গোলের দেখা পাচ্ছিলনা। যেখানে, ছোট খাটো কিছু সুযোগ পেয়েও সমতায় ফিরতে বারবার ব্যর্থ হয় কোচ কাবা দিয়াওয়ারার দল।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে নিজেদের ডি বক্সে ব্রাজিলিয়ান প্লেয়ার ম্যালকমকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন ইস্সিয়াগা সিল্লা। স্পট কিক থেকে গোল করে ব্রাজিলের ৪-১ গোলের জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস জুনিয়র।
উল্লেখ্য, ভিনিসিয়াস জুনিয়রের উপর হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদে ফিফার বর্ণবাদ বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে গিনির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সম্পূর্ণ কালো জার্সি পরিধান করে ব্রাজিল দল।
এরই অংশ হিসেবে আগামী ২১ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় আরেক আফ্রিকান দেশ সেনেগালের মুখোমুখি হবে সাবেক পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।