ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ ফেব্রুয়ারি (রবিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামে ভারত। টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এটি ভারতের ১০০০তম ওয়ানডে ম্যাচ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, দিপাক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, শাই হোপ, শামারাহ ব্রুক্স, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আলজারি জোসেফ, কেমার রোচ, আকিল হোসেন।
১ম ইনিংস:
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিং করেন ব্রেন্ডন কিং ও শাই হোপ। কিন্তু, ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় ওভারে মোহাম্মদের সিরাজের উইকেটে পরিণত হন শাই হোপ। এরপর মাঠে নামেন ড্যারেন ব্রাভো। ব্রাভোর সাথে দেখেশুনে ভালোভাবেই খেলতে থাকেন ব্রেন্ডন কিং। কিন্তু, ১২তম ওভারের দ্বিতীয় বলে তিনিও ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে সাজ ঘরে ফিরেন।
একই ওভারের শেষ বলে আউট হন ড্যারেন ব্রাভোও। এরপর নিকোলাস পুরানকে সাথে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন শামারাহ ব্রুক্স। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। ২০তম ওভারে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে উইকেট হারিয়ে আসেন নিকোলাস পুরান ও অধিনায়ক কাইরন পোলার্ড। এরপরই ঘটে আসল বিপত্তি। একে একে নিজেদের উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
শামারাহ ব্রুক্স ও আকিল হোসেনের উইকেটের পর ২৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৮৯ রানে ৭ উইকেট। অবশেষে জেসন হোল্ডারের হাফ সেঞ্চুরির উপর ভর করে সব উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট উইন্ডিজের হয়ে ৭১ বলের বিনিময়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অলরাউন্ডার জেসন হোল্ডার। ভারতের হয়ে ৪ উইকেট শিকার করেছেন যুজবেন্দ্র চাহাল।
২য় ইনিংস:
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হয়ে এক দুর্দান্ত শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান। রোহিত শর্মা আউট হওয়ার পূর্বে তাদের দুইজনের সংগ্রহ ছিল ১৩ ওভার শেষে ৮৪ রান। ৫০ বলে ৬০ রান করে আলজারি জোসেফের বলে উইকেট হারান রোহিত শর্মা এবং এর ৩ বল পরই ৮ রান করে আউট হন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
\এরপর অবশ্য জয় তুলতে বেশি বেগ পেতে হয়নি ভারতকে। মাঝে ইশান কিশান ও রিশাভ পান্ত আউট হলেও দলের হয়ে ২২ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দিপাক হুডা ও সূর্যকুমার যাদব। ভারতের হয়ে সর্বোচ্চ ৬০ রান নেন রোহিত শর্মা এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিংয়ে ২ উইকেট শিকার করেন আলজারি জোসেফ। ম্যাচ সেরা হয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ – ১৭৬/১০ (৪৩.৫ ওভার)
জেসন হোল্ডার ৫৭(৭১), ফ্যাবিয়ান এ্যালেন ২৯(৪৩)
যুজবেন্দ্র চাহাল ৪/৪৯ (৯.৫ ওভার), ওয়াশিংটন সুন্দর ৩/৩০ (৯ ওভার
ভারত – ১৭৮/০৪ (২৮ ওভার)
রোহিত শর্মা ৬০(৫১), সূর্যকুমার যাদব ৩৪(৩৬)
আলজারি জোসেফ ২/৪৫ (৭ ওভার), আকিল হোসেন ১/৪৬ (৯ ওভার)