ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ১৭১ রানের বড় লিড নিয়ে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৩ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান কে হারায় টাইগাররা।
প্রথমেই কর্নওয়ালের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তামিম ইকবাল। তারপর একই ওভারের শেষ বলে ক্যাচ তুলে দেন নাজমুল হাসান শান্ত। সাদমান ও উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
অধিনায়ক মমিনুল এবং মুশফিকুর রহিম বাকি সময়টা দেখে শুনেই পার করেন। মমিনুল ৩১ রান ও মুশফিক ১০ রান করে তৃতীয় দিন মাঠ ছাড়েন। ৩য় দিন শেষ বাংলাদেশ সর্বমোট লিড পায় ২১৮ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ নেন ৪ উইকেট। ব্যাটিং এর পর বোলিংয়ে ও দূর্দান্ত ছিলেন এই তরুণ অল-রাউন্ডার। ৫৭৮ রা খরচায় তিনি তুলে নেন ৪ উইকেট।
এছাড়াও মুস্তাফিজ, নাঈম এবং তাইজুল ইসলাম প্রত্যকে নেন ২ টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্রাথওয়েট ৭৬, মায়ার্স ৪০ এবং ব্লাকউড করেন ৬৮ রান।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ-দ্বিতীয় ইনিংসঃ ৪৭/৩ (ওভার-২০)- মমিনুল ৩১* মুশফিকুর ১০*, কর্নওয়াল ২৮/২।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com