আবারও আইপিএল প্রায় চার মাস পর মাঠে গড়িয়েছে। সোমবার আইপিএলের ২য় পর্বে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।
এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে নেই সাকিব আল হাসান। আজ অভিষেক হচ্ছে ভেঙ্কটেস আইয়ারের। এছাড়াও বেঙ্গালুরুর হয়ে অভিষেক হচ্ছে কেএস ভারত ও ওয়ানিডু হাসারাঙ্গার।
একনজরে দুই দলের একাদশ দেখে নিনঃ
কলকাতা নাইট রাইডার্স: ১) ভেঙ্কটেস আইয়ার, ২) শুভমান গিল, ৩) নিতিশ রানা, ৪) রাহুল ত্রিপাঠি, ৫) ইয়ন মরগান (অধিনায়ক), ৬) দীনেশ কার্তিক, ৭) আন্দ্রে রাসেল, ৮) সুনীল নারিন, ৯) লকি ফার্গুসন, ১০) বরুণ চক্রবর্তী, ও ১১) প্রষিধ কৃষ্ণা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১) দেভদূত পাডিকাল, ২) বিরাট কোহলি (অধিনায়ক), ৩) কেএস ভারত, ৪) গ্লেন ম্যাক্সওয়েল, ৫) এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), ৬) শচিন বেবি, ৭) কাইল জেমিসন, ৮) ওয়ানিডু হাসারাঙ্গা, ৯) হার্শাল প্যাটেল, ১০) মোহাম্মদ সিরাজ ও ১১) যুবেন্দ্র চাহাল।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
ক্রিকেট নিয়ে আরও পড়ুন…