বাংলাদেশ: ২৯৭/৬ (৫০ ওভার) তামিম ৬৪, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৪*; জোসেফ ২/৪৮, রেইফার ২/৬১
দলের সেরা চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে ২৯৭ রানের বড় সংগ্রহ করে টাইগার-রা।শুরুতে লিটন দাস তেমন কিছু করতে না পারলেও পরবর্তীতে তামিম, সাকিব, মুশফিক এবং রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সংগ্রহ করে বাংলাদেশ। যা চট্টগ্রামে টাইগারদের সর্বোচ্চ স্কোর।
শুরুতেই মুস্তাফিজের দুর্দান্ত বোলিংঃ
ক্যারিবিয়ানরা ৩০ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। মোস্তাফিজের একের পর এক অসাধারণ ডেলিভারিতে সোজা হয়ে দাঁড়াতে পারছেনা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান-রা।
বাংলাদেশের ইনিংসঃ
টসে হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে তেমন ভালো শুরু করতে পারেনি টাইগার-রা। দলীয় ১ রানে ওপেনার লিটন বিদায় নেন। এরপর ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্ত নামলেও তিনি সফল হতে পারেননি।
তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক তামিম ইকবাল সাকিব কে সাথে নিয়ে ৯৩ রানে একটি বড় পার্টনারশিপ করতে সক্ষম হয়।এই নিয়ে সিরিজের তৃতীয় হাফ সেঞ্চুরি এবং ক্যারিয়ারের ৪৯ তম তুলে নেন অধিনায়ক তামিম ইকবাল।
তামিমের পর সাকিব ও ক্যারিয়ারের ৩৯ তম এবং এই সিরিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেয়।
এরপর মুশফিক এবং মাহমুদউল্লাহ পঞ্চম জুটিতে ৬১ বলে ৭২ রান যোগ করেন। তামিমের মত মুশফিক ও ক্যারিয়ার 39 তম হাফ সেঞ্চুরির দেখা পেল আজ। শেষে মাহমুদুল্লাহ ৪৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com