মুস্তাফিজের বোলিং ক্যারিয়ার , যার চোখ জুড়ানো বোলিং অসাধারন কাটার,’যাকে প্রথম দেখায় ভক্ত বনে গিয়েছিলো দেশ-বিদেশের কোটি মানুষ’। তিনি হলেন আমাদের বাংলার দা-ফিজ খ্যাত মুস্তাফিজ। দেখতে সহজ- সরল হলেও তার বোলিংয়ের ধার অনেকটা বেশি। বিশ্বসেরা অনেক বাঘা – বাঘা ব্যাটসম্যান দের বস করেছেন আমাদের মুস্তাফিজ।
আলোর প্রতীক হয়ে এসে ছিলেন মুস্তাফিজ, লাল সবুজের জার্সি ছিল যেন ছিল ফিজ এর নিয়তি।
চুলুন এক নজরে দেখে মুস্তাফিজের বোলিং ক্যারিয়ার –
ফিজ এর টি-২০ ক্যারিয়ারঃ
ফিজ টি-২০ তে ফার্স্ট উইকেট শিকার করেন শহিদ আফ্রিদির।
২০টি ক্রিকেট বোলিং –
ম্যাচ: ৪১
ইনিংস : ৪১
বল: ৯০১
রান: ১১৯১
উইকেট: ৫৮
ইকনোমি: ৭.৯৩
এভারেজ : ২০.৫৩
বেষ্ট বোলিং: ২২/৫
ওডিয়াই ক্রিকেট বোলিং ক্যারিয়ার
ওডিয়াই ক্যারিয়ারে ফার্স্ট ‘ভারতের’ মারকুটে প্লিয়ার রহিত শার্মার উইকেট শিকার করেন।
বোলিংঃ
ম্যাচ: ৫৮
ইনিংস : ৫৭
বল: ২৮৮৫
রান: ২৫১২
উইকেট: ১০৯
ইকনোমি: ৫.২২
এভারেজ : ২৩.০৫
বেষ্ট বোলিং: ৪৩/৬
টেষ্ট ক্রিকেট ক্যারিয়ারঃ
“সাদা পোষাকে ফিজ তার ফার্স্ট উইকেটের শিকার হন হাসিম আমলা”।
টেস্ট ক্রিকেটে বোলিংঃ-
ম্যাচ: ৪১
ইনিংস: ৪১
বল: ১৮৪৫
রান: ৯৮৫
উইকেট: ২৮
বেষ্ট বোলিং :৬৬/৫
ইকোনমি: ৩.২
এভারেজ: ৩৫.১৮
এই ছিল মুস্তাফিজের বোলিং ক্যারিয়ার ।আশাকরি আগামী দিন গুলোতে তিনি আরো ভালো করবেন। (লিখেছেন – আলিস আলি হাসান রাজা)
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com