বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফেস ২ এর চট্টগ্রাম পর্বের ১২ তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে বিকাল ৫টায় মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেন্জার্স ও সিলেট সানরাইজার্স। আজকের ম্যাচটি ছিলো যেনো সত্যিকারের কোনো ফ্র্যান্চাইজি লীগের ম্যাচ। চট্টগ্রামের পাহাড়সম রান চট্টগ্রামের নামের মান রেখেছে।
টসে হেরে ব্যাটিং এ নামে মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেন্জার্স।ওপেনিং এ কেনার লুইস (১২রান ৮ বলে)ভালো স্কোর করতে না পারলেও উইল জ্যাকের ১৯ বলে ৭টি চার ও ৩টি ছয় এ ২৭৩.৬৮ স্ট্রাইক রেটে ৫২ রানের এক ঝরো ইনিংস চট্টগ্রামকে উড়ন্ত সুচনা এনে দেয়। ৪.৪ ওভারে দলীয় ৬৬ রানে উড়ন্ত উইল বধ হন তাসকিন আহম্মেদের বলে সিমন্সের হাতে তালুবন্দী হয়ে। এর সাথে ৪রান যোগ হতেই ৬৬ রানে লুইসকে ঘরে ফেরান গাজী।
উইলের পর ক্রিজে আসা আফিফের ২৮ বলে ৩৮ রানের ইনিংস চট্টগ্রামের রানের গতিকে অব্যাহত রাখে। রবি বোপারার বলে আফিফ হোসেন বোল্ড আউট হন। লুইসের পরে ৩য় উইকেটে আসা সাব্বির রহমান করেন ২৯ বলে ৩১ রান। মোসাদ্দেক হোসেনের বলে সাব্বির আউট হলে ক্রিজে আসেন বিনি হাওয়েল এবং ম্যাচের শেষ অবধি অপরাজিত থাকেন ২১ বলে ৪১ রান করে।
বিপিএল এর আরও খবর…
শেষ অবধি চট্টগ্রাম চ্যালেন্জার্সের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ২০২ রান ৫ উইকেটে। সিলেটের তাসকিন আজ ছিলেন বেশ খরুচে। ৪ ওভার বল করে ৫৩ রানের বিনিময়ে পান ১ উইকেট। গাজী ২ ওভার বল করে ১৮ রানে নেন ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে সিলেটের ওপেনার লিন্ডল সিমন্স দলীয় ৯ রানের মাথায় ৭ বলে ৯ রান করে নাসুম আহম্মদের বলে আউট হলেও অতিকায় ইনিংস খেলেন আরেক ওপেনার এনামুল হক। ৯চার ও ৩ ছয় এ ৪৭ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। সিমন্স আউট হলে ব্যাটে আসা কলিন ইনগ্রাম খেলেন ৩৭ বলে ৫০ রানের ইনিংস এবং এনামুলের সাথে এক অনবদ্য জুটি গড়েন ১১২ রানের।
দলীয় ১২২ রানের মাথায় কলিন ইনগ্রাম মেহেদি হাসানের বলে বোল্ড আউট হলেও এনামুল থামেন দলীয় ১৬৪ রানে মৃত্যুন্জয়ের বলে নাসুমকে ক্যাচ দিয়ে। রবি বোপারা ১২ বলে ১৬ রানে আউট এবং মোসাদ্দেক ০ রানে আউট হয়ে সাজ ঘরে ফেরেন। ৭ বলে ৭ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।
বোলিং এ মৃত্যুন্জয় চৌধুরী নেন ৪ ওভারে ৩৪ রানে ৩ উইকেট। নাসুম আহম্মেদ নেন ৪ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট। মেহেদি হাসান নেন ৩ ওভারে ৩১ রানে ১ উইকেট। সিলেট সানরাইজার্সের ইনিংস থামে ২০ ওভারে ১৮৪ রান ৬ উইকেটে। আর এরই মাধ্যমে মেহেদি হাসানের চট্টগ্রাম চ্যালেন্জার্স ১৬ রানের জয় পায়।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেন্জার্সঃ ২০২-৫ (২০)
উইল জ্যাক ৫২ (১৯), বিনি হাওয়েল ৪১ (২১), আফিফ হোসেন ৩৮ (২৮)
তাসকিন আহমেদ ৪-০-৫৩-১,গাজী ২-০-১৮-১, রবি বোপারা ৪-০-২৩-১
সিলেট সানরাইজার্সঃ ১৮৪-৬ (২০)
এনামুল হক ৭৮ (৪৭), কলিন ইনগ্রাম ৫০ (৩৭), রবি বোপারা ১৬ (১২)
মৃত্যুন্জয় চৌধুরী ৪-০-৩৪-৩,নাসুম আহম্মেদ ৪-০-১৮-২,মেহেদি হাসান ৩-০-৩১-১।
ফলাফলঃ চট্টগ্রাম চ্যালেন্জার্স ১৬ রানে জয়ী।
ম্যাচসেরাঃ মৃত্যুন্জয় চৌধুরী