দ্বিতীয় সেশনের শুরুতেই শেন মোসলেকে সাজঘরে ফেরান রাহি । তার পরই সাকিবের বদলি হিসেবে মাঠে নামা সৌম সরকার বোলিংয়ে এসেই ১২২ বলে ৪৭ করা ব্রাথওয়েটের উইকেট নেন। তারপরই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কাইল মায়ার্সকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন রাহি । মায়ার্স ফিরেছেন মাত্র ৫ রান নিয়ে।
এর আগে টসে জিতে ব্যাটি করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে ভালোই শুরু করে ক্যারিবিয়ানরা।লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ মাত্র একটি উইকেট নিতে সক্ষম হয়।
উইকেটে হালকা বাউন্স রয়েছে। সেই সাথে ভাল টার্ন পাচ্ছেন নাঈম ও তাইজুল ইসলাম। তাই ধারনা করা যায় যে, তৃতীয় বা চতুর্থ ইনিংসে কঠিন চ্যালেঞ্জ এর মুখামুখি হতে পারে বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানরা প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৪ রান। ৬৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল।শেন মসলি ৬ ও ব্রাথওয়েট ৩৯ রান নিয়ে মাঠে আছেন।
জন ক্যাম্পবেলের উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তিনি ৯ ওভার করে ২১ রানের বিনিময়ে এখন পর্যন্ত ১ টি উইকেট পেয়েছেন।
টাইগারদের একাদশে রয়েছে তিনটি পরিবর্তন। মুস্তাফিজের জায়গায় খেলছেন রাহি। দলে ফিরেছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস)- ১১৭/৪-(৪৮.১ ওভার) ব্রাথওয়েট ৪৭, বোনার ১৮*
বাংলাদেশ একাদশঃ ১) মুমিনুল হক (অধিনায়ক), ২) তামিম ইকবাল খান, ৩) সৌম্য সরকার, ৪) নাজমুল হোসেন শান্ত, ৫) মুশফিকুর রহিম, ৬) মোহাম্মদ মিঠুন, ৭) লিটন কুমার দাস (উইকেটরক্ষক), ৮) মেহেদী হাসান মিরাজ, ৯) নাইম হাসান, ১০) তাইজুল ইসলাম ও ১১) আবু জায়েদ চৌধুরী রাহি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ ১) ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), ২) জন ক্যাম্পবেল, ৩) জার্মেইন ব্ল্যাকউড, ৪) শেইন মোসলে, ৫) ক্রুমাহ বোনার, ৬) জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), ৭) রাখিম কর্নওয়াল, ৮) আলঝারি জোসেফ, ৯) শ্যানন গ্যাব্রিয়েল, ১০) জোমেল ওয়ারিক্যান ও ১১) কাইল মায়ের্স।