২০২৪ সালের মার্চ মাসে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসরের। ১০ দলের লড়াইয়ে বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগের বিজয়ী নিষ্পত্তি হবে সর্বমোট ৭৪ ম্যাচের মধ্যে দিয়ে।
শিরোপা লড়াইয়ে নামার আগে দল গোছাতে ও সাজাতে ব্যস্ত দলগুলো। যেখানে, কিছু খেলোয়াড় ধরে রেখে অধিকাংশ খেলোয়াড়কেই ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ফলে, নতুন খেলোয়াড় বাগাতে দুবাইয়ের কোকা কোলা অ্যারেনাতে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ২০২৪ আইপিএলের মিনি অকশ্যান।
Table of Contents
আইপিএলে ইতিহাস গড়ে তারকাদের দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। (Kolkata Knight Riders Squad Update)
অকশ্যানের আগে অধিনায়ক শ্রেয়াস আইয়ারসহ মোট ১৩ জনকে রিটেইন করেছিলো কলকাতা। তারা হলেন: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতীশ রানা, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, ভরুণ চক্রবর্তী, হার্শিত রানা, রিঙ্কু সিং, রাহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, সুয়াশ শর্মা, অনুকুল রায়, ভেঙ্কেটেশ আইয়ার, ভোইবাভ অরোরা।
১৩ জন খেলোয়াড়কে ধরে রাখার বিপরীতে ১২ জন খেলোয়াড়কে বিদায় দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে, নাম রয়েছে দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও লিটন কুমার দাসেরও।
গৌতম গম্ভীরের নেতৃত্বে অকশ্যানে বসা রাইডার্সরা শুরুর দিকে কোনো খেলোয়াড়ের জন্য বিড না করলেও উইকেটরক্ষক সেট থেকে শ্রীকর ভারতকে দলে নেওয়ার মধ্য দিয়ে অকশ্যান শুরু করে।
আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে মিচেল স্টার্কসহ আরও তিন পেসারকে দলে এনেছে কলকাতা। এছাড়াও, ৩ জন ব্যাটার, ১ জন স্পিনার ও ১ জন অলরাউন্ডার কিনেছে দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) | ২৪.৭৫ কোটি রুপি |
শারফেইন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ) | ১.৫ কোটি রুপি |
চেতান সাকারিয়া | ৫০ লক্ষ রুপি |
শ্রীকর ভারত | ৫০ লক্ষ রুপি |
অঙ্গ্রিশ রগুঁবনশী | ২০ লক্ষ রুপি |
গাস এ্যাটকিনসন (ইংল্যান্ড) | ১ কোটি রুপি |
মনিশ পান্ডে | ৫০ লক্ষ রুপি |
মুজিব উর রহমান (আফগানিস্তান) | ২ কোটি রুপি |
রামানদ্বীপ সিং | ২০ লক্ষ রুপি |
সাকিব হুসেইন | ২০ লক্ষ রুপি |
নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে শক্তিশালী দল গঠন করেছে গুজরাট টাইটান্স। (Gujarat Titans Squad Update)
নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রিটেইন করলেও এর পরেই তার দল ছাড়ার ঘোষণা আসে। ১৪ কোটি ৫০ লক্ষ রুপিতে হার্দিককে ছাড়ে গুজরাট। পরে, নতুন অধিনায়ক হিসেবে ওপেনার শুভমান গিলের নাম ঘোষণা করে দলটি।
টাইটান্সের রিটেনশন লিস্টে ছিল: শুভমান গিল (অধিনায়ক), ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াতিয়া, মোহাম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জশুয়া লিটল, মোহিত শর্মার নাম।
৪ জন পেসার, ২ জন অলরাউন্ডার, ১ জন স্পিনার ও ১ ব্যাটারকে অকশ্যান থেকে দলে নিয়েছে আহমেদাবাদের দলটি।
স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়া) | ১০ কোটি রুপি |
আজমাতউল্লাহ ওমারজাই (আফগানিস্তান) | ৫০ লক্ষ রুপি |
শাহরুখ খান | ৭.৪ কোটি রুপি |
সুশান্ত মিশরা | ২.২ কোটি রুপি |
কার্তিক থিয়াগি | ৬০ লক্ষ রুপি |
মানব সুথার | ২০ লক্ষ রুপি |
রবিন মিন্জ | ৩.৬ কোটি রুপি |
উমেশ যাদব | ৫.৮ কোটি রুপি |
অভিজ্ঞ ও তরুণদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল চেন্নাই সুপার কিংসের। (Chennai Super Kings Squad Update)
বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি সহ গত আসরে দলের হয়ে খেলা মোট ১৯ জন খেলোয়াড়কে রেখে দিয়েছে।
স্কোয়াডে থাকা প্লেয়াররা হলেন: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রুতুরাজ গাইকেওয়াড়, আজিঙ্কা রাহানে, ডেভন কনওয়ে, শাইখ রাশিদ, মঈন আলী, রাবিন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, শিভম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মন্ডল, রাজভর্দন হাঙ্গেরগেকার, দীপক চাহার, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিৎ সিং, তুশার দেশপান্ডে।
অকশ্যানে সবার আগে অলরাউন্ডার কোটা থেকে বিশ্বকাপে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল খেলোয়াড় রাচিন রাবিন্দ্রাকে দলে নিয়ে দল গঠন শুরু করে চেন্নাই।
এরপর, বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান, কিউই ব্যাটার ড্যারিল মিচেল ও ভারত জাতীয় দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুরসহ মোট ৬ জন প্লেয়ারকে দলে ভিড়িয়েছে পাঁচবারের আইপিএল শিরোপা জয়ীরা।
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) | ২ কোটি রুপি |
রাচিন রাবিন্দ্রা (নিউজিল্যান্ড) | ১.৮ কোটি রুপি |
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) | ১৪ কোটি রুপি |
শার্দুল ঠাকুর | ৪ কোটি রুপি |
সামির রিজভী | ৮.৪ কোটি রুপি |
অভিনাশ রাও আরাভেল্লি | ২০ লক্ষ রুপি |
শিরোপা খরা কাঁটাতে মরিয়া সেরাদের নিয়ে স্কোয়াড গড়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। (Royal Challengers Bangalore Squad Update)
বেশ কয়েকবার শিরোপার কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে রানার্সআপ হিসেবেই সর্বোচ্চ সাফল্য লাভ করে বেঙ্গালোরের দলটি।
১৭তম আসরে শিরোপার সন্ধান করা বেঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসিস, বিশ্বকাপে অসাধারণ পারফর্ম্যান্স করা বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকসহ ১৮ জনকে দলে রেখেছে দলটি।
রিটেইন হওয়া প্লেয়াররা হলেন: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রাজাত পাতিদার, অনুজ রাওয়াত, সুয়াশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক, মহিপাল লোমরোর, কারান শর্মা, উইল জ্যাকস, মনোজ ভান্দাগে, মায়াঙ্ক দাঘার, ভেশাক বিজয় কুমার, আকাশ দ্বীপ, মোহাম্মদ সিরাজ, রিচে তোপলে, রাজন কুমার, হিমানশু শর্মা।
যেখানে, অকশ্যান থেকে ৩ পেসার, ১ দেশি ব্যাটার ও ২ অলরাউন্ডারকে দলে নিয়েছে চ্যালেঞ্জার্সরা।
আলজারি জোসেপ (ওয়েস্ট ইন্ডিজ) | ১১.৫ কোটি রুপি |
টম কারান (ইংল্যান্ড) | ১.৫ কোটি রুপি |
সৌরভ চৌহান | ২০ লক্ষ রুপি |
লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) | ২ কোটি রুপি |
যশ দয়াল | ৫ কোটি রুপি |
স্বপ্নীল সিং | ২০ লক্ষ রুপি |
হেক্সা জয়ের মিশনে পাঁচবারের আইপিএল চ্যাম্পয়িন মুম্বাই ইন্ডিয়ান্স। (Mumbai Indians Squad Update)
চমক দিয়ে ২০২৪ আইপিএলের দল গঠন শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। রিটেইন করার সময় শেষ হওয়ার পরদিনই বড় চমক দিয়ে গুজরাট টাইটান্সের রিটেইন করা অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ১৪ কোটি ৫০ লক্ষ রুপিতে আবারও মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরত আনে দলটি।
এর কিছুদিন পরই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে মুম্বাইয়ে ফেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা দেয় ইন্ডিয়ান্সরা।
যেসব খেলোয়াড়দেরকে মুম্বাই দলে রেখে দিয়েছে: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রাভিস, সূর্যকুমার যাদব, ইশান কিশান, তিলক ভর্মা, টিম ডেভিড, বিষ্ণু ভিনোদ, অর্জুন টেন্ডুলকার, শামস মুলানি, নেহাল ওয়াদেরা, জসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পিয়ুশ চাওলা, আকাশ মাদওয়াল, জেসন বেহরন্ডরফ, রোমারিও শেফার্ড।
দিলশান মাধুশাঙ্কা (শ্রীলঙ্কা) | ৪.৬ কোটি রুপি |
জেরাল্ড কোয়টজে (সাউথ আফ্রিকা) | ৫ কোটি রুপি |
নুয়ান থুশারা (শ্রীলঙ্কা) | ৪.৮ কোটি রুপি |
শ্রেয়াস গোপাল | ২০ লক্ষ রুপি |
শিবালিক শর্মা | ২০ লক্ষ রুপি |
আনশুল কামভোজ | ২০ লক্ষ রুপি |
নামান দ্বীর | ২০ লক্ষ রুপি |
মোহাম্মদ নবী (আফগানিস্তান) | ১.৫ কোটি রুপি |