বাংলাদেশকে ২০৯ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে জিতে নিল শ্রীলঙ্কা। শেষ দিনে স্বাগতিক শ্রীলঙ্কার স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশী ব্যাটসম্যানরা।
১৭৭ রানে (৫ উইকেট) চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া বড় লক্ষ্যে পৌঁছাতে তখনও অনেক রান প্রয়োজন বাংলাদেশ দলের। লিটন-মিরাজের ব্যাটে কিছুটা হলেও আশায় ছিলেন সমর্থকরা।
কিন্তু পঞ্চম দিনের শুরুতেই জয়াবিক্রমার বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন লিটন। মাঠ ছাড়ার আগে রিভিউ নিয়েও রক্ষা পান নি তিনি। ৪৬ বলে ১৭ রানের ইনিংস শেষ তখনই। তারপর তাইজুল ক্রিজে কিছুক্ষণ ধৈর্যের পরীক্ষা দিয়ে ৩০ বলে ২ রান করে আউট হন।
চেষ্টার কমতি ছিলো না তাসকিনের ও। ৩৩ বলে ৭ রান করে তিনি বিদায় নেন। তখনও জিততে হলে বাংলাদেশের দরকার ২১০ রান। তাসকিনের বিদায়ের পর ৩৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ। জয়াবিক্রমা লঙ্কানদের হয়ে দুই ইনিংসে একাই নেন ১১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
*শ্রীলঙ্কা (১ম ইনিংস) ৪৯৩ রান/৭ উইকেট (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৪০, ডিকওয়েলা ৭৭*; তাসকিন আহমেদ ৪-১২৭, শরিফুল ১/৯১)।
*বাংলাদেশ (১ম ইনিংস) ২৫১ রান (অল-আউট) (তামিম ইকবাল ৯২, মুমিনুল হক ৪৯ মুশফিক ৪০: জয়াবিক্রমা ৬-৯২, লাকমল ২/৩০)
*শ্রীলঙ্কা (২য় ইনিংস) ১৯৪ রান/৯ উইকেট (করুনারত্নে ৬৬, ধনঞ্জয়া ৪১, নিশাঙ্কা ২৪: তাইজুল ইসলাম ৫-৭২)
*বাংলাদেশ (২য় ইনিংস) ২২৭ রান (অল-আউট) (মুশফিকুর রহিম ৪০, মেহেদী মিরাজ ৩৯: জয়াবিক্রমা ৫-৮৬, মেন্ডিস ৪/১০৩)
*ফলাফলঃ শ্রীলঙ্কা ২০৯ রানে জয়লাভ করেছে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com