কয়েকদিন আগেই বিসিবির নির্বাচক প্যানেলে কাজ করার সুযোগ পেয়েছেন জাতীয় দলের সাবেক তারকা আব্দুর রাজ্জাক। এবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি তে যুক্ত হতে যাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার শাহরিয়ার নাফিস ।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ৩০ জানুয়ারি (শনিবার) আলোচনায় বসেন শাহরিয়ার নাফিসের সাথে। সেখানে আকরাম খান তাকে ক্রিকেট অপারেশন্স কমিটির গুরুত্বপুর্ণ পদে থেকে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন।
তবে শাহরীয়ার নাফিস কোন পদে থেকে কাজ করবে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানাজার হিসেবে তাকে দেখা যেতে পারে। উক্ত পদে দীর্ঘদিন থেকেই কাজ করছেন সাবেক ক্রিকেটার সাব্বির খান।
এখনো ঘরোয়া ক্রিকেটে খেলছেন শাহরিয়ার নাফিস । পাশাপাশি কাজ করছেন ঘরোয়া এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে।

এ পর্যন্ত ৭৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন শাহরিয়ার নাফিস । করেছেন ২ হাজার ২০১ রান। ২৪ টি টেস্ট ম্যাচে করেছেন ১ হাজার ২৬৭ রান এবং তার ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টি তে করেছেন ২৫ রান।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com