বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ টি বৃষ্টির কারনে শুরু হতে দেরি হচ্ছে।
বৃষ্টির কারণে নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা পেরিয়ে গেল এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। তাই ম্যাচ অফিশিয়াল আনুষ্ঠানিকভাবে অবসর সময় পরিবর্তন করে দিয়েছেন। বাংলাদেশ সময় দুপুর ২ টা ৪৮ মিনিটের আগে যদি খেলা শুরু করা না যায় তাহলে এই ম্যাচটি পরিত্যক্ত হবে বলে ম্যাচ অফিশিয়ালরা জানিয়েছেন।
এই মুহূর্তে বৃষ্টি থেমেছে এবং উইকেট থেকে কভার সরিয়ে ম্যাচ শুরুর প্রস্তুতি চলছে।
বাংলাদেশের পক্ষে আজ অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো খেলবেন লিটন কুমার দাস। ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। তাই তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- ১) লিটন দাস (অধিনায়ক), ২) মোহাম্মদ নাইম, ৩) সৌম্য সরকার, ৪) মোহাম্মদ মিঠুন, ৫) নাজমুল হোসেন শান্ত , ৬) আফিফ হোসেন, ৭) শেখ মেহেদী, ৮) মোহাম্মদ সাইফউদ্দিন,৯) শরিফুল ইসলাম, ১০) নাসুম আহমেদ ও ১১) তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)- ১) ফিন অ্যালেন, ২) মার্টিন গাপটিল, ৩) ডেভন কনওয়ে (উইকেটরক্ষক ব্যাটসম্যান), ৪) উইল ইয়ং, ৫) গ্লেনভূত ফিলিপস, ৬) মার্ক চ্যাপম্যান,৭) ড্যারিল মিচেল, ৮) টিম সাউদি (অধিনায়ক), ৯) ইস সোধি, ১০) ওয়াজঅ্যাডাম মিলনে ও ১১) হামিশ ব্যানেট।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com