সাইল্যান্ট কিলার নামে পরিচিত তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিয়ারের ৫০তম টেস্টেই নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানলেন। টেস্টে তার শেষ ম্যাচে বিদেশের মাটিতে টাইগারদের সর্বোচ্চ রানের জয়। ব্যাট হাতে ১৫০ রানের অপরাজিত ইনিংসে রিয়াদই প্রথম জয়ের আশা দেখিয়েছেন।
রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংসের সাথে লিটনের ৯৫, তাসকিনের ৭৫ ও অধিনায়ক মুমিনুলের ৭০ রানের ইনিংসে ভর করে সর্বোমোট ৪৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অলআউট হয় ২৭৬ রানে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দুজন মিলেই তুলে নেন ৯ টি উইকেট ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। সেঞ্চুরির দেখা পান সাদমান (১১৫*) ও নাজমুল শান্ত (১১৭)। জিম্বাবুয়ে কে ৪৭৭ রানের টার্গেট দেয় টাইগাররা।
আর এই লক্ষ্য তাড়া করতে হলে জিম্বাবুয়ে কে গড়তে হত বিশ্বরেকর্ড। তবে জিম্বাবুয়ের সামনে ড্র করার সুযোগ থাকলে শেষ পর্যন্ত অলআউট হতে হয় তাদের। ২৫৬ রানে অলআউট হয়ে যাওয়ায় বাংলাদেশ শেষ দিনের দ্বিতীয় সেশনেই নিজেদের জয় নিশ্চিত করতে পেরেছে।
জিম্বাবুয়ের পক্ষে টিরিপানো ১৪৪ বলে ৫২ রান করেন। মুজারাবানি ৫১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন ।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৮/১০ (১২৬-ওভার)
মাহমুদুল্লাহ রিয়াদ ১৫০*, লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫, মুমিনুল হক ৭০
মুজারাবানি ৯৪/৪, তিরিপানো ৫৮/২
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৭৬/১০ (১১১.৫-ওভার)
কাইতানো ৮৭, টেলর ৮১, শুম্বা ৪১
মেহেদি মিরাজ ৮২/৫, সাকিব আল হাসান ৮২/৪
বাংলাদেশ ২য় ইনিংস : ২৮৪/১ ডিক্লেয়ার (৬৭.৪-ওভার)
নাজমুল শান্ত ১১৭*, সাদমান ইসলাম ১১৫*, সাইফ হাসান ৪৩;
এনগারাভা ১/৩৬
জিম্বাবুয়ে ২য় ইনিংস : ২৫৬/১০ (৯৪.৪ ওভার)
টেলর ৯২, টিরিপানো ৫২, মুজারাবানি ৩০*, মায়ার্স ২৬,
মেহেদি মিরাজ ৬৬/৪, তাসকিন আহমেদ ৮২/৪
ফল : বাংলাদেশ ২২০ রানে জয় লাভ করেছে।।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com