মহারাজা সাকিব আল হাসান
সাকিবের জনপ্রিয়তা, একটা সময় টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি তিন ফরমেটেই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। আর মাত্র ৩১ দিন পরই তিনি ফিরবেন।
সাকিবের জনপ্রিয়তা
সাকিব ফিরবে, ক্রিকেট বিশ্ব আবারও দেখবে তার অল-রাউনডিং নৈপূর্ণ। দেশের হয়ে আবারো সামনে থেকে লড়বে আমাদের বেঙ্গল টাইগার। সাকিবের জনপ্রিয়তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই।সারা বিশ্বে এখিন সাকিবের ফ্যান ফলোয়ারের অভাব নেই।
ক্রিকেট দুনিয়ার ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান।আপনি যে এক টুকরো বাংলাদেশ, সেজন্যই রয়েছে আপনার প্রতি আন্তরিক ভালোবাসা, সেজন্যই আমরা আপনার জন্য গর্ব করি। ভালো সময় যেভাবে পাশে ছিলাম ঠিক খারাপ সময়ে ও সেভাবেই আছি।
পরিচয়-
নাম:সাকিব আল হাসান।
বয়স:৩৩
উচ্চতা:১.৭৫ মিটার।
খেলার ধরন:অলরাউন্ডার।
বোলার:স্পিন ওফ ব্রেক।
ব্যাটিং:বামহাতি।
স্ত্রী:উম্মে আহমেদ শিশির।
বিয়ে:১২ ডিসিম্বর ২০১২!
সাকিব আল হাসান এর ব্যাটিং ক্যারিয়ারঃ-
বাংলাদেশ ক্রিকেটের সব থেকে প্রতিভাবান খেলোয়ার বলা হয় সাকিব কে।
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চমক। খেলেছেন চোখ ধাধানো অনেক ইনিংস,
চলনু এক নজরে দেখে আসি সাকিব এর পুরো ব্যাটিং ক্যারিয়ারঃ
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানঃ সাকিবের জনপ্রিয়তা
ম্যাচ:৫৬
ইনিংস :১০৫
সর্বোচ্চ রান :২১৭
এভারেজ :৩৯.৪১
স্টাইক রেট :৭২.০৫
ফিফটি :২৪
সেঞ্চুরি :০৫
চার :৪৭৫
ছয়:১৯
মোট রান :৩৮৬২*
ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসানঃ
ম্যাচ:২০৬
ইনিংস:১৯৪
সর্বোচ্চ রান:১৩৪
এভারেজ:৩৭.৬৪
স্টাইক রেট :৮২.৭৫
ফিফটি:৯
সেঞ্চুরি :৪৭
চার:৫৭৪
ছয়:৪২
মোট রান :৬৩২৩*
টি টুয়েন্টিতে সাকিব আল হাসানঃ
ম্যাচ:৭৬
ইনিংস :৭৫
সর্বোচ্চ রান :৮৪
এভারেজ:২৩.৭৪
ফিফটি:০৯
সেঞ্চুরি:০০
চার:১৬৩
ছয় :৩৩
মোট রান :১৫৬৭*
আই পি এল ক্রিকেটে সাকিব আল হাসানঃ সাকিবের জনপ্রিয়তা
ম্যাচ:৬৩
ইনিংস :৪৬
সর্বোচ্চ রান:৬৬
এভারেজ :২১.৩১
স্টাইক রেট :১২৬.৬৬
ফিফটি :০২
সেঞ্চুরি :০০
চার:৭০
ছয়:২০
মোট রান :৭৪৬*
এছাড়াও সাকিব আল হাসান প্রায় সব দেশেরই ফ্রেঞ্জাইসি ভিত্তিক দল গুলোতে খেলেছেন। England এর county Cricket, ক্যারিবিয়ান লিগ, Sri-Lanka এর SPL সহ প্রায় সব দেশেই খেলেছেন আমাদের মহারাজা। সাকিবের জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছেই।
এই ছিলো সাকিব এর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।
আশা রাখছি ফিরে এসে আবারো রাজত্ব করবেন বিশ্বক্রিকেটে, আপনি ফিরে আসেন আগের থেকেও দূর্দান্ত হয়ে।আপনার ফেরার অপেক্ষায় আছে আপনার কোটি টাইগার ভক্ত।
আশাকরি ফিরে এসে মাঠের পারফরম্যান্সে ভক্তকুলকে উজাড় করে দিবেন।
সাকিবের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ুক আরো,শুভকামনা রইলো প্রিয় সাকিব আল হাসান। (লিখেছেন- আলিস আল হাসান রাজা)